Ajker Patrika

উড়ন্ত উড়োজাহাজের দিকে ফুটবলে শট, ভাইরাল ভিডিও নিয়ে ফেসবুকে শোরগোল

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৫, ২২: ১২
ছবি ভিডিও থেকে নেওয়া।
ছবি ভিডিও থেকে নেওয়া।

কক্সবাজার সমুদ্রসৈকতে উড়োজাহাজ লক্ষ্য করে এক তরুণের ফুটবল ছুড়ে মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার সকাল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওটির আশপাশের দৃশ্য দেখে বোঝা গেল, এটি কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকা থেকে ধারণ করা হয়েছে।

১৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সৈকত থেকে এক তরুণ ফুটবলটি পা দিয়ে উড়োজাহাজের দিকে ছুড়ে মারেন। দেখে মনে হচ্ছিল, বলটি উড়োজাহাজের অবস্থান থেকে আরও ওপরে ওঠার পর নিচে পড়েছে।

প্রকৃতপক্ষে ভিডিওটিতে দৃষ্টিভ্রমের শিকার সবাই। কারণ, বিমানবন্দর থেকে উড্ডয়নের পর উড়োজাহাজ সাধারণত সমুদ্রসৈকতের ১ হাজার ৪০০ মিটার ওপর দিয়ে যায়।

অনেকে ভিডিওটি শেয়ার করে ওই তরুণের শাস্তি দাবি করেছেন। সাংবাদিক ও লেখক মুহম্মদ নুরল ইসলাম লেখেন, ‘বিমানে ফুটবল নিক্ষেপ, হালকা করে দেখার সুযোগ নেই। কয়েক দিন পরে আন্তর্জাতিক বিমান ওঠানামা করবে।’ তিনি সৈকতে ফুটবল নিষিদ্ধ করার দাবি জানান।

অ্যাডভোকেট জাহেদ আজিম নামের আরেকজন লেখেন, ‘কক্সবাজারে ফুটবল মেরে বিমান আটকানোর চেষ্টা। ভিডিওটি ভাইরাল হয়েছে, অনেকে ছেলেটিকে গ্রেপ্তারের দাবি করেছে। কিন্তু প্রকৃতপক্ষে বিমানের সঙ্গে বলের দূরত্ব অনেক। তবে ভিডিওর ধরন দেখে মনে হচ্ছে খুব কাছে।’

ইমরান হোসেন নাঈম নামের একজন মন্তব্য করেছেন, ‘বিমানের উচ্চতা এখানে মুখ্য বিষয় নয়। বিমানকে লক্ষ্য করে এভাবে বল ছুড়ে মারার মানসিকতার জন্য তার শাস্তি হওয়া উচিত।’

বিনয় রিসোর্ট নামের একটি আইডি থেকে লেখা হয়, ‘কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের একদম কাছাকাছি। সমুদ্রসৈকত থেকে খুব নিচু দিয়ে বিমানকে উড়তে দেখা যায়। আসলে অবতরণের শেষ পর্যায়ে বিমান ২০০ থেকে ৫০০ ফুট উচ্চতায় থাকতে পারে। আর বল সর্বোচ্চ ৫০ ফুট ওপরে তোলা যায়।’

এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা আজকের পত্রিকাকে বলেন, বিমানবন্দর থেকে উড্ডয়নের পর উড়োজাহাজ সাধারণত সমুদ্রসৈকতের ১ হাজার ৪০০ মিটার ওপর দিয়ে যায়। আবার অবতরণের সময় এক হাজার মিটার পর্যন্ত উঁচুতে থাকে। সে ক্ষেত্রে বালুচর থেকে ছুড়ে মারা ফুটবল বিমান পর্যন্ত আসার সুযোগ নেই।

তবে বিমান চলাচলের ক্ষেত্রে সমুদ্রসৈকত এলাকায় ড্রোন ওড়ানো, আকাশে আতশবাজি নিক্ষেপসহ নানা কার্যক্রম নিষিদ্ধ। এ বিষয়ে মানুষকে সচেতন থাকা উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত