চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
নির্বাচনী পরীক্ষায় পাস করানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তাঁরা। এতে ১ ঘণ্টার বেশি সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। পরে কলেজের অধ্যক্ষ দাবি বিবেচনা করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
কলেজ সূত্রে জানা গেছে, চকরিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির নিয়মিত ও অনিয়মিত ৯৪৬ জন ছাত্রছাত্রী নির্বাচনী পরীক্ষায় অংশ নেন। ঘোষিত ফলাফলে প্রায় ৩০০ শিক্ষার্থী পাস করলেও অকৃতকার্য হন ৬০০ জন।
কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সীমান্ত বড়ুয়া বলেন, ‘নির্বাচনী পরীক্ষার প্রথমবার যখন ফল ঘোষণা হয়, তখন আমি পাস করি। দ্বিতীয়বার সংশোধিত ফলাফলের তালিকায় নাম না দেখে অবাক হই। এ রকম অনেক আছে, যাঁরা প্রথমবার পাস করলেও দ্বিতীয়বার ফেল দেখানো হয়েছে। তাই শিক্ষার্থীরা পাতানো এই ফলাফল বাতিলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। তাই ফলাফল পুনর্বিবেচনা করার জোর দাবি জানাচ্ছি।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েক শিক্ষার্থী অভিযোগ করেন, বিভাগ অনুযায়ী শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে কোচিং করেন। এবার নির্বাচনী পরীক্ষার ফলাফলে দেখেছি, যেসব শিক্ষার্থী শিক্ষকদের কাছ থেকে প্রাইভেট পড়েছে। মূলত তারাই পাস করেছে। তা ছাড়া খাতা নিরীক্ষণে শিক্ষকেরা কড়াকড়ি করেছেন। দুবার ফল ঘোষণা কলেজ কর্তৃপক্ষের গাফিলতি।
এ বিষয়ে কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মুহাম্মদ মাসুদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ম্যাডাম এ বিষয়ে আলোচনা করছেন। নিয়মিত ও অনিয়মিত ৯৪৬ শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছে। কতজন ফেল করেছে, এর সঠিক তথ্য আমার কাছে নেই।’
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হবে। পরীক্ষা পরিচালনা কমিটির সঙ্গে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনী পরীক্ষায় পাস করানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তাঁরা। এতে ১ ঘণ্টার বেশি সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। পরে কলেজের অধ্যক্ষ দাবি বিবেচনা করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
কলেজ সূত্রে জানা গেছে, চকরিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির নিয়মিত ও অনিয়মিত ৯৪৬ জন ছাত্রছাত্রী নির্বাচনী পরীক্ষায় অংশ নেন। ঘোষিত ফলাফলে প্রায় ৩০০ শিক্ষার্থী পাস করলেও অকৃতকার্য হন ৬০০ জন।
কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সীমান্ত বড়ুয়া বলেন, ‘নির্বাচনী পরীক্ষার প্রথমবার যখন ফল ঘোষণা হয়, তখন আমি পাস করি। দ্বিতীয়বার সংশোধিত ফলাফলের তালিকায় নাম না দেখে অবাক হই। এ রকম অনেক আছে, যাঁরা প্রথমবার পাস করলেও দ্বিতীয়বার ফেল দেখানো হয়েছে। তাই শিক্ষার্থীরা পাতানো এই ফলাফল বাতিলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। তাই ফলাফল পুনর্বিবেচনা করার জোর দাবি জানাচ্ছি।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েক শিক্ষার্থী অভিযোগ করেন, বিভাগ অনুযায়ী শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে কোচিং করেন। এবার নির্বাচনী পরীক্ষার ফলাফলে দেখেছি, যেসব শিক্ষার্থী শিক্ষকদের কাছ থেকে প্রাইভেট পড়েছে। মূলত তারাই পাস করেছে। তা ছাড়া খাতা নিরীক্ষণে শিক্ষকেরা কড়াকড়ি করেছেন। দুবার ফল ঘোষণা কলেজ কর্তৃপক্ষের গাফিলতি।
এ বিষয়ে কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মুহাম্মদ মাসুদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ম্যাডাম এ বিষয়ে আলোচনা করছেন। নিয়মিত ও অনিয়মিত ৯৪৬ শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছে। কতজন ফেল করেছে, এর সঠিক তথ্য আমার কাছে নেই।’
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হবে। পরীক্ষা পরিচালনা কমিটির সঙ্গে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
৪ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১১ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১৪ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৪০ মিনিট আগে