Ajker Patrika

২৩ দিনের নবজাতককে নিয়ে ভোটকেন্দ্রে সাবেকুন নাহার

উখিয়া (প্রতিনিধি) কক্সবাজার
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৩: ৪২
২৩ দিনের নবজাতককে নিয়ে ভোটকেন্দ্রে সাবেকুন নাহার

মাত্র ২৩ দিন আগেই পৃথিবীর আলো দেখেছে রবিউল হাসান। নবজাতক রবিউল কে সঙ্গে নিয়ে উখিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকালে ভোট দিতে আসেন তার মা সাবেককুন নাহার।

নবজাতককে কোলে রেখেই দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষার পর ভোট দেন কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের সিকদারবিলের বাসিন্দা এই নারী। 

আজকের পত্রিকাকে তিনি বলেন, মাত্র একটি ভোটের জন্যও অনেক সময় যোগ্য প্রার্থী নির্বাচিত হয় না। নিজের পছন্দের যোগ্য প্রার্থী কে তাই ভোট দিতে এসেছি পুত্রকে নিয়ে।

সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাবেকুন নাহার যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেখানে সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর ভোটারদের উপস্থিতি ছিলো চোখের পড়ার মতো।

উখিয়ার পাঁচ ইউনিয়ন- রাজাপালং, জালিয়াপালং, পালংখালী,রত্নাপালং, হলদিয়ায় একযোগে ভোটগ্রহণ চলছে। প্রত্যেক কেন্দ্রেই বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোটাররা ভোট দিচ্ছেন, মধ্যাহ্ন পর্যন্ত উখিয়ার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উপজেলার ৫১ টি কেন্দ্রের নিরাপত্তায় কাজ করছে র‍্যাব-পুলিশ ও বিজিবি সহ যৌথবাহিনীর সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্স, এছাড়াও দায়িত্বে আছেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইরফান উদ্দিন বলেন, চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ, কেন্দ্রে কেন্দ্রে দেওয়া হবে ফলাফল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত