নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল একটি দাতব্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের গরিব ও অসহায় রোগীদের সেবায় দেওয়া সরকারি অনুদানের ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী। দীর্ঘ তদন্ত শেষে এমনটাই বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ, স্বজনপ্রীতি ও দুর্নীতির তদন্ত করে মন্ত্রণালয় গঠিত কমিটি। সেই কমিটির প্রতিবেদনে ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দ ১৭ লাখ ৫০ হাজার এবং ২০১৯-২০ অর্থবছরে বরাদ্দ ১০ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।
এই টাকা আগামী ১৫ দিনের মধ্যে ফেরত দিতে নির্দেশনা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। চিঠিটি গত ৩১ সেপ্টেম্বর ইস্যু করা হয়। সেখানে সই আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব উম্মে হাবিবার। চিঠিতে বলা হয়েছে, তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ার পর হাসপাতালে সরকারি অনুদান স্থগিত করা হলো।
তবে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর চৌধুরী। এ সংক্রান্ত চিঠি পেয়েছেন জানিয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমি কোনো টাকা আত্মসাৎ করিনি। যে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে বলা হয়েছে, সেই টাকা দিয়ে মালামাল কিনেছি। হাসপাতালে কাজ করেছি।’
জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর গত বছরের ২১ জুলাই তিন সদস্যের কমিটি গঠন করে সমাজসেবা অধিদপ্তর। দুই মাস পর ১৯ সেপ্টেম্বর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় কমিটি। কিন্তু কবে, কখন অভিযান চালানো হবে, এমনকি কোন কোন বিষয়ে তদন্ত হবে, তা ছয় দিন আগেই চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।
পরে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ পেলে হাসপাতালের কমিটির কার্যক্রম অবৈধ ঘোষণা করে। এরপর জাহাঙ্গীর চৌধুরী আদালতে গিয়ে এই ঘোষণার ওপর স্থগিতাদেশ নিয়ে আসেন।
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল একটি দাতব্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের গরিব ও অসহায় রোগীদের সেবায় দেওয়া সরকারি অনুদানের ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী। দীর্ঘ তদন্ত শেষে এমনটাই বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ, স্বজনপ্রীতি ও দুর্নীতির তদন্ত করে মন্ত্রণালয় গঠিত কমিটি। সেই কমিটির প্রতিবেদনে ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দ ১৭ লাখ ৫০ হাজার এবং ২০১৯-২০ অর্থবছরে বরাদ্দ ১০ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।
এই টাকা আগামী ১৫ দিনের মধ্যে ফেরত দিতে নির্দেশনা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। চিঠিটি গত ৩১ সেপ্টেম্বর ইস্যু করা হয়। সেখানে সই আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব উম্মে হাবিবার। চিঠিতে বলা হয়েছে, তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ার পর হাসপাতালে সরকারি অনুদান স্থগিত করা হলো।
তবে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর চৌধুরী। এ সংক্রান্ত চিঠি পেয়েছেন জানিয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমি কোনো টাকা আত্মসাৎ করিনি। যে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে বলা হয়েছে, সেই টাকা দিয়ে মালামাল কিনেছি। হাসপাতালে কাজ করেছি।’
জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর গত বছরের ২১ জুলাই তিন সদস্যের কমিটি গঠন করে সমাজসেবা অধিদপ্তর। দুই মাস পর ১৯ সেপ্টেম্বর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় কমিটি। কিন্তু কবে, কখন অভিযান চালানো হবে, এমনকি কোন কোন বিষয়ে তদন্ত হবে, তা ছয় দিন আগেই চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।
পরে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ পেলে হাসপাতালের কমিটির কার্যক্রম অবৈধ ঘোষণা করে। এরপর জাহাঙ্গীর চৌধুরী আদালতে গিয়ে এই ঘোষণার ওপর স্থগিতাদেশ নিয়ে আসেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
১৫ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
২৫ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে