সবুর শুভ, চট্টগ্রাম
মামলা হয় গত বছরের ২৩ মে। এতে ২০২১ সালের ১৪ জানুয়ারি মারা যাওয়া এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনেও ওই ব্যক্তিকে জীবিত হিসেবে উল্লেখ করে অভিযুক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এমনকি আদালত থেকে মৃত ওই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। চট্টগ্রামে ঘটেছে এ ঘটনা।
মৃত ওই ব্যক্তির নাম শাহজাহান। তিনি সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার বাসিন্দা।
আদালত থেকে পাওয়া তথ্যমতে, গত বছরের ২৩ মে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই নালিশি মামলা হয়। মামলায় মৃত শাহজাহানসহ ১৬ জনকে আসামি করা হয়।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, বাদী বাবুল মিয়া ৩০ বছরের বেশি সময় ধরে স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছেন। আসামিরা তাঁর নাম ব্যবহার ও সই জাল করে সিটি স্ক্যাপ প্ল্যানার্স কোম্পানি নামে ভুয়া কোম্পানি ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেন। এরপর বেশ কয়েকটি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান থেকে কয়েক কোটি টাকা ঋণ নেন। বিবাদীরা দেশের বিভিন্ন স্থানে জমি ক্রয়-বিক্রয় এবং জমিতে সুউচ্চ ইমারত নির্মাণের পরিকল্পনার কথা প্রচার করেন। ফ্ল্যাট বিক্রির জন্য বিভিন্ন প্রচারমাধ্যমে লোভনীয় বিজ্ঞাপনও দেন। এভাবে বিবাদীরা প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন সাধারণ মানুষের কাছ থেকে।
ওই সব মামলা থেকে পরিত্রাণ পেতে ভুক্তভোগী আমেরিকাপ্রবাসী বাদী হয়ে আদালতে জালজালিয়াতির মামলা করেন। আদালত ওই মামলা আমলে নিয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত ২ জানুয়ারি আদালতে প্রতিবেদন জমা দেন পিবিআই পরিদর্শক কাজী এনায়েত কবীর। এতে ১৪ জনকে অভিযুক্ত করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবেদনে অভিযুক্তদের মধ্যে মৃত শাহজাহানের নামও রয়েছে। ২০২১ সালের ১৪ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রায় সাড়ে তিন বছর পর তাঁকে অভিযুক্ত করে পিবিআই। এ নিয়ে সমালোচনার মুখে তদন্ত প্রতিবেদনে থাকা মৃত শাহজাহানকে অব্যাহতি দিতে গত ২০ মার্চ আদালতে আবেদন করেন পিবিআই পরিদর্শক কাজী এনায়েত কবীর।
মামলা হয় গত বছরের ২৩ মে। এতে ২০২১ সালের ১৪ জানুয়ারি মারা যাওয়া এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনেও ওই ব্যক্তিকে জীবিত হিসেবে উল্লেখ করে অভিযুক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এমনকি আদালত থেকে মৃত ওই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। চট্টগ্রামে ঘটেছে এ ঘটনা।
মৃত ওই ব্যক্তির নাম শাহজাহান। তিনি সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার বাসিন্দা।
আদালত থেকে পাওয়া তথ্যমতে, গত বছরের ২৩ মে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই নালিশি মামলা হয়। মামলায় মৃত শাহজাহানসহ ১৬ জনকে আসামি করা হয়।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, বাদী বাবুল মিয়া ৩০ বছরের বেশি সময় ধরে স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছেন। আসামিরা তাঁর নাম ব্যবহার ও সই জাল করে সিটি স্ক্যাপ প্ল্যানার্স কোম্পানি নামে ভুয়া কোম্পানি ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেন। এরপর বেশ কয়েকটি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান থেকে কয়েক কোটি টাকা ঋণ নেন। বিবাদীরা দেশের বিভিন্ন স্থানে জমি ক্রয়-বিক্রয় এবং জমিতে সুউচ্চ ইমারত নির্মাণের পরিকল্পনার কথা প্রচার করেন। ফ্ল্যাট বিক্রির জন্য বিভিন্ন প্রচারমাধ্যমে লোভনীয় বিজ্ঞাপনও দেন। এভাবে বিবাদীরা প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন সাধারণ মানুষের কাছ থেকে।
ওই সব মামলা থেকে পরিত্রাণ পেতে ভুক্তভোগী আমেরিকাপ্রবাসী বাদী হয়ে আদালতে জালজালিয়াতির মামলা করেন। আদালত ওই মামলা আমলে নিয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত ২ জানুয়ারি আদালতে প্রতিবেদন জমা দেন পিবিআই পরিদর্শক কাজী এনায়েত কবীর। এতে ১৪ জনকে অভিযুক্ত করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবেদনে অভিযুক্তদের মধ্যে মৃত শাহজাহানের নামও রয়েছে। ২০২১ সালের ১৪ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রায় সাড়ে তিন বছর পর তাঁকে অভিযুক্ত করে পিবিআই। এ নিয়ে সমালোচনার মুখে তদন্ত প্রতিবেদনে থাকা মৃত শাহজাহানকে অব্যাহতি দিতে গত ২০ মার্চ আদালতে আবেদন করেন পিবিআই পরিদর্শক কাজী এনায়েত কবীর।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২২ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৯ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে