কক্সবাজার প্রতিনিধি
হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার পালংখালী ময়নারঘোনা ১৮ নম্বর শিবিরের এইচ-৫৯ ব্লক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম আশিক এলাহী (২৩)। তিনি উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-৭ ব্লকের শহিদুল হকের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কারা, কি কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা পুলিশ এখনো নিশ্চিত নয়।’
তিনি বলেন, ‘রোববার সন্ধ্যায় আশিক এলাহী ঘর থেকে বের হন। রাতে ঘরে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও সন্ধান পাননি।
আজ সোমবার সকালে ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ-৫৯ ব্লকের পরিত্যক্ত জায়গায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় আশিকের মৃতদেহ উদ্ধার করে।’
ওসি বলেন, ‘নিহতের গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’
আরও পড়ুন:
হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার পালংখালী ময়নারঘোনা ১৮ নম্বর শিবিরের এইচ-৫৯ ব্লক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম আশিক এলাহী (২৩)। তিনি উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-৭ ব্লকের শহিদুল হকের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কারা, কি কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা পুলিশ এখনো নিশ্চিত নয়।’
তিনি বলেন, ‘রোববার সন্ধ্যায় আশিক এলাহী ঘর থেকে বের হন। রাতে ঘরে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও সন্ধান পাননি।
আজ সোমবার সকালে ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ-৫৯ ব্লকের পরিত্যক্ত জায়গায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় আশিকের মৃতদেহ উদ্ধার করে।’
ওসি বলেন, ‘নিহতের গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’
আরও পড়ুন:
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে পটুয়াখালীতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নার্সিং শিক্ষার্থীরা।
২ মিনিট আগেনওগাঁয় পুরোদমে চলছে বোরো ধান কাটার মৌসুম। মাঠজুড়ে সোনালি শীষের দোলা। আবহাওয়ার অনুকূলতা আর রোগবালাই না থাকায় এবার ধানের বাম্পার ফলন। তবে মাঠের এই সোনালি ফসল উজ্জ্বলতা ছড়ালেও ধানের দাম লাভজনক হবে কি না, তা নিয়ে কৃষকদের চিন্তা বাড়ছে।
৪ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও ছাত্রদলের এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। বিচার দাবির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কড়া সমালোচনা করে
১২ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচির ঘোষণা করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন। আজ বৃহস্পতিবার (১৫ মে) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে কাকরাইলে চলমান আন্দোলনে এই ঘোষণা দেন তিনি।
১৭ মিনিট আগে