Ajker Patrika

মাছ ধরতে গিয়ে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২২, ১৫: ২৬
মাছ ধরতে গিয়ে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাউজানে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর চিকিৎসক ইয়াকুবের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত চিকিৎসক ইয়াকুব ওই এলাকার হারুন চেয়ারম্যানবাড়ির বাসিন্দা। 

স্থানীয়রা জানান, ঘর থেকে ৪০০ থেকে ৫০০ ফুট দূরের একটি পুকুরে ভাসমান অবস্থায় চিকিৎসক ইয়াকুবের মরদেহ দেখতে পান ফেরদৌস আক্তার নামে স্থানীয় এক নারী। পরে রেইনকোট পরা অবস্থায় হাতে মাছভর্তি থলেসহ তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, মাছ ধরে ফেরার পথে পানির প্রবল স্রোতে সাঁকো ভেঙে নিখোঁজ হন তিনি। 

নিহত চিকিৎসকের ছেলে হেলাল উদ্দিন বলেন, ‘আজ সকালে স্থানীয়রা আমাদের বাড়ি থেকে কিছু দূরের একটি পুকুরে ভাসমান অবস্থায় আমার বাবার মরদেহ দেখতে পান। পরে আমরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। মরদেহ ফুলে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে।’ 

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. সাব্বির বলেন, ইয়াকুব আলীর বাসা থেকে একটু দূরের একটি পুকুরে মরদেহটি ভেসে ওঠে। আশপাশের মানুষ মরদেহটি দেখে তাঁর পরিবারকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ দাফন করা হয়েছে। এ বিষয়ে আমরা অপমৃত্যুর মামলা নেব।’ 

উল্লেখ্য, গত সোমবার বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার বেরুলিয়া খালসংলগ্ন বিলে নিখোঁজ হন চিকিৎসক ইয়াকুব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত