দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ময়নামতি থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উপজেলার রায়পুর অংশে ১ কিলোমিটার রাস্তা বন্ধ করে সড়ক ও জনপথ অধিদপ্তর রাস্তা সংস্কারের কাজ করার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের দাউদকান্দি রায়পুর অংশে এক পাশে ১ কিলোমিটার রাস্তা বন্ধ করে সকাল থেকে সংস্কার কাজ শুরু করে সওজ। এ কারণে সড়কের একটি অংশ দিয়ে দুই দিকের গাড়ি চলাচল করছে। ফলে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
তিশা পরিবহনের চালক ইকরাম হোসেন বলেন, ‘১ ঘণ্টা যাবৎ এক জায়গায় আটকে আছি। কখন যেতে পারব জানি না।’
পিকআপ চালক সাইদুল ইসলাম বলেন, ‘মাছ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। পথে ২ ঘণ্টা আটকে আছি। গরমে মাছ নষ্ট হয়ে যেতে পারে।’
যানজট বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক বলেন, এক লেন বন্ধ করে মহাসড়কে রায়পুর অংশে সংস্কার কাজ করার কারণে যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।
কুমিল্লা সওজের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা আজকের পত্রিকাকে জানান, সড়কের অবস্থা বেহাল। তাই দাউদকান্দির অংশে সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া আজ বৃহস্পতিবার হওয়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কাজ চলবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ময়নামতি থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উপজেলার রায়পুর অংশে ১ কিলোমিটার রাস্তা বন্ধ করে সড়ক ও জনপথ অধিদপ্তর রাস্তা সংস্কারের কাজ করার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের দাউদকান্দি রায়পুর অংশে এক পাশে ১ কিলোমিটার রাস্তা বন্ধ করে সকাল থেকে সংস্কার কাজ শুরু করে সওজ। এ কারণে সড়কের একটি অংশ দিয়ে দুই দিকের গাড়ি চলাচল করছে। ফলে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
তিশা পরিবহনের চালক ইকরাম হোসেন বলেন, ‘১ ঘণ্টা যাবৎ এক জায়গায় আটকে আছি। কখন যেতে পারব জানি না।’
পিকআপ চালক সাইদুল ইসলাম বলেন, ‘মাছ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। পথে ২ ঘণ্টা আটকে আছি। গরমে মাছ নষ্ট হয়ে যেতে পারে।’
যানজট বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক বলেন, এক লেন বন্ধ করে মহাসড়কে রায়পুর অংশে সংস্কার কাজ করার কারণে যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।
কুমিল্লা সওজের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা আজকের পত্রিকাকে জানান, সড়কের অবস্থা বেহাল। তাই দাউদকান্দির অংশে সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া আজ বৃহস্পতিবার হওয়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কাজ চলবে।
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরা অবস্থায় চার জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দমদমিয়ার লাল দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে