Ajker Patrika

মহেশখালীতে গুলিতে ১১ মামলার আসামি নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালীতে রফিক আহমদ ওরফে মামুন (৩৮) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার কালামারছড়া ইউনিয়নের মারাক্কাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মামুন উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা গ্রামের মৃত মনসুর আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে মামুনকে গুলি করে হত্যার পর সিএনজিচালিত অটোরিকশায় এনে মারাক্কাঘোনা সড়কে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মামুন যুবদলের সঙ্গে জড়িত ছিলেন। কয়েক বছর আগে তাঁর বাবাও সন্ত্রাসীদের হাতে খুন হন।

নিহতের মামাতো ভাই মোহাম্মদ মোস্তফা জানান, ‘গুলিবিদ্ধ মামুনকে চট্টগ্রাম নেওয়ার পথে মৃত্যু হয়। লাশ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে।’

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রফিক আহমদ মামুনসহ চার-পাঁচজনের একটি অপরাধী চক্র আছে। তারা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। মামুনকে জীবিত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর পথে মারা যান। সন্ধ্যা সাড়ে ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। ওসি বলেন, নিহত যুবক মামুনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত