দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জে রাহিম নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ রোববার দুপুরে আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া এ ঘটনায় গতকাল শনিবার রাতে রাহিমের বাবা জীবন মিয়া বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় হালিম নামের স্থানীয় এক ইউপি সদস্যকে হুকুমের আসামি করা হয়েছে। গত শুক্রবার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর (ছগুরা) গ্রামে এ ঘটনা ঘটে।
যাদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন, জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর (ছগুরা) গ্রামের মো. জসিম উদ্দিন, মো. সাইফুল ইসলাম ও মো. কামাল হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল ৩টার দিকে দক্ষিণ নারায়ণপুর গ্রামে এক কিশোর মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে। এতে স্থানীয় মামুন নামের এক যুবক শাসন করতে গিয়ে ওই কিশোরকে একটি চর মারেন। ওই চর মারাকে কেন্দ্র করে দুজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে রাহিম নামাজ শেষে বাড়ি ফেরার পথে সংঘর্ষ থামাতে গেলে উত্তেজিত লোকজন তাঁকে পিটিয়ে মারাত্মক আহত করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেন।
এ দিকে স্থানীয়রা উদ্ধার করে রাহিমকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজে (কুমেক) নিয়ে যান। অবস্থার আরও অবনতি হলে ওই দিন রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ১১টার দিকে সেখানেই তাঁর মৃত্যু হয়।
এ নিয়ে জানতে চাইলে রাহিমের বাবা জীবন মিয়া বলেন, ‘ইউপি সদস্য হালিমের নির্দেশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনের নামে মামলা করেছি।’
আজ রোববার সকালে সরেজমিনে দক্ষিণ নারায়ণপুর গ্রামে গেলে দেখা যায়, সর্বত্রে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গ্রেপ্তারের ভয়ে পুরুষ শূন্য হয়েছে পড়েছে পুরো গ্রাম। এ নিয়ে রাহিমের স্বজন ছাড়া প্রতিবেশীরা কেউ মুখ খুলতে চাইছেন না।
এ নিয়ে জানতে চাইলে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘রাহিমের হত্যাকাণ্ডের মামলার এজহারে উল্লেখিত তিন জনকে আজ রোববার আদালতে পাঠানো হয়েছে। এর আগে রাহিমের বাবা জীবন মিয়া ২০ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে। প্রকৃত আসামিদের খুঁজে বের করা হবে।’
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জে রাহিম নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ রোববার দুপুরে আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া এ ঘটনায় গতকাল শনিবার রাতে রাহিমের বাবা জীবন মিয়া বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় হালিম নামের স্থানীয় এক ইউপি সদস্যকে হুকুমের আসামি করা হয়েছে। গত শুক্রবার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর (ছগুরা) গ্রামে এ ঘটনা ঘটে।
যাদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন, জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর (ছগুরা) গ্রামের মো. জসিম উদ্দিন, মো. সাইফুল ইসলাম ও মো. কামাল হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল ৩টার দিকে দক্ষিণ নারায়ণপুর গ্রামে এক কিশোর মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে। এতে স্থানীয় মামুন নামের এক যুবক শাসন করতে গিয়ে ওই কিশোরকে একটি চর মারেন। ওই চর মারাকে কেন্দ্র করে দুজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে রাহিম নামাজ শেষে বাড়ি ফেরার পথে সংঘর্ষ থামাতে গেলে উত্তেজিত লোকজন তাঁকে পিটিয়ে মারাত্মক আহত করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেন।
এ দিকে স্থানীয়রা উদ্ধার করে রাহিমকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজে (কুমেক) নিয়ে যান। অবস্থার আরও অবনতি হলে ওই দিন রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ১১টার দিকে সেখানেই তাঁর মৃত্যু হয়।
এ নিয়ে জানতে চাইলে রাহিমের বাবা জীবন মিয়া বলেন, ‘ইউপি সদস্য হালিমের নির্দেশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনের নামে মামলা করেছি।’
আজ রোববার সকালে সরেজমিনে দক্ষিণ নারায়ণপুর গ্রামে গেলে দেখা যায়, সর্বত্রে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গ্রেপ্তারের ভয়ে পুরুষ শূন্য হয়েছে পড়েছে পুরো গ্রাম। এ নিয়ে রাহিমের স্বজন ছাড়া প্রতিবেশীরা কেউ মুখ খুলতে চাইছেন না।
এ নিয়ে জানতে চাইলে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘রাহিমের হত্যাকাণ্ডের মামলার এজহারে উল্লেখিত তিন জনকে আজ রোববার আদালতে পাঠানো হয়েছে। এর আগে রাহিমের বাবা জীবন মিয়া ২০ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে। প্রকৃত আসামিদের খুঁজে বের করা হবে।’
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৮ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৮ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে