খাগড়াছড়ি প্রতিনিধি
পাহাড়ের রানি খাগড়াছড়িতে সারা বছর ধরে পর্যটকদের আনাগোনা থাকে। তবে ঈদের ছুটিকে ঘিরে এখানকার পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণপিপাসুদের সমাগম হয় অনেক বেশি। এবারের ঈদুল ফিতরের লম্বা ছুটিতে তাঁদের বরণ করে নিতে জেলার আকর্ষণীয় জায়গাগুলোর পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও বার্মিজ পণ্যের দোকানগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
আজ শনিবার সকালে আলুটিলা পর্যটনকেন্দ্র ও জেলা পরিষদ হর্টিকালচার পার্কে গিয়ে দেখা যায়, প্রস্তুতির কাজ শেষের পথে। পার্কের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে পার্কে বেশ কিছু কাজ চলছে। মূল আকর্ষণ ঝুলন্ত সেতুর কাঠগুলো পরিবর্তন করা হয়েছে। ঈদ উপলক্ষে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, তা নিচ্ছেন তাঁরা।
আলুটিলা পর্যটনকেন্দ্রের ব্যবস্থাপক চন্দ্র কিরণ ত্রিপুরা জানান, ঈদের ছুটিতে পর্যটকেরা বেড়াতে আসবেন বলে পর্যটনকেন্দ্রের চারপাশ ভিন্নভাবে সাজানো হচ্ছে এবং পরিচ্ছন্নতার কাজ চলছে।
ঘুরতে আসা মানুষজনের আবাসনব্যবস্থা নিয়ে কথা হলে ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সদস্য উজ্জ্বল দে বলেন, ‘খাগড়াছড়ির সব হোটেল ও রিসোর্টে সংস্কারের কাজ চলছে। ট্যুরিস্টদের সর্বোচ্চ সেবা দিতে আমরা প্রস্তুত।’ হোটেল গাইরিংয়ের ব্যবস্থাপক প্রান্ত ত্রিপুরা জানান, ইতিমধ্যে তাঁদের হোটেলের ৫০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে।
পর্যটকদের নিরাপত্তার বিষয়ে খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ জাহিদুল কবির বলেন, ঈদুল ফিতরের ছুটিতে আলুটিলা পর্যটনকেন্দ্রে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা থাকবেন। এ ছাড়া ঈদের দিন জনবল বাড়বে। আলুটিলা, রিসাং ঝরনা ও জেলা পরিষদ পার্কে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের টহল দল থাকবে।
খাগড়াছড়ি জেলা প্রশাসনও পর্যটকদের নির্বিঘ্ন চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসক এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আলুটিলা পর্যটনকেন্দ্রে ট্যুরিস্টদের ভ্রমণ যেন সহজ হয়, এ জন্য আমরা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি। যেমন পানির ব্যবস্থা ছিল না, সীমিত আকারে তা চালু করতে যাচ্ছি। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার বিষয়ে পুলিশ বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। বিভিন্ন স্পটে ট্যুরিস্ট পুলিশের অবস্থানের উদ্যোগ নিয়েছি।’
পাহাড়ের রানি খাগড়াছড়িতে সারা বছর ধরে পর্যটকদের আনাগোনা থাকে। তবে ঈদের ছুটিকে ঘিরে এখানকার পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণপিপাসুদের সমাগম হয় অনেক বেশি। এবারের ঈদুল ফিতরের লম্বা ছুটিতে তাঁদের বরণ করে নিতে জেলার আকর্ষণীয় জায়গাগুলোর পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও বার্মিজ পণ্যের দোকানগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
আজ শনিবার সকালে আলুটিলা পর্যটনকেন্দ্র ও জেলা পরিষদ হর্টিকালচার পার্কে গিয়ে দেখা যায়, প্রস্তুতির কাজ শেষের পথে। পার্কের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে পার্কে বেশ কিছু কাজ চলছে। মূল আকর্ষণ ঝুলন্ত সেতুর কাঠগুলো পরিবর্তন করা হয়েছে। ঈদ উপলক্ষে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, তা নিচ্ছেন তাঁরা।
আলুটিলা পর্যটনকেন্দ্রের ব্যবস্থাপক চন্দ্র কিরণ ত্রিপুরা জানান, ঈদের ছুটিতে পর্যটকেরা বেড়াতে আসবেন বলে পর্যটনকেন্দ্রের চারপাশ ভিন্নভাবে সাজানো হচ্ছে এবং পরিচ্ছন্নতার কাজ চলছে।
ঘুরতে আসা মানুষজনের আবাসনব্যবস্থা নিয়ে কথা হলে ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সদস্য উজ্জ্বল দে বলেন, ‘খাগড়াছড়ির সব হোটেল ও রিসোর্টে সংস্কারের কাজ চলছে। ট্যুরিস্টদের সর্বোচ্চ সেবা দিতে আমরা প্রস্তুত।’ হোটেল গাইরিংয়ের ব্যবস্থাপক প্রান্ত ত্রিপুরা জানান, ইতিমধ্যে তাঁদের হোটেলের ৫০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে।
পর্যটকদের নিরাপত্তার বিষয়ে খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ জাহিদুল কবির বলেন, ঈদুল ফিতরের ছুটিতে আলুটিলা পর্যটনকেন্দ্রে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা থাকবেন। এ ছাড়া ঈদের দিন জনবল বাড়বে। আলুটিলা, রিসাং ঝরনা ও জেলা পরিষদ পার্কে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের টহল দল থাকবে।
খাগড়াছড়ি জেলা প্রশাসনও পর্যটকদের নির্বিঘ্ন চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসক এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আলুটিলা পর্যটনকেন্দ্রে ট্যুরিস্টদের ভ্রমণ যেন সহজ হয়, এ জন্য আমরা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি। যেমন পানির ব্যবস্থা ছিল না, সীমিত আকারে তা চালু করতে যাচ্ছি। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার বিষয়ে পুলিশ বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। বিভিন্ন স্পটে ট্যুরিস্ট পুলিশের অবস্থানের উদ্যোগ নিয়েছি।’
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৯ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৯ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে