উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আবারও উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ শতাধিক ঘর পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটসহ স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ আগুনে কেউ হতাহত হয়নি এবং কীভাবে আগুন লেগেছে, তার উৎস পরিষ্কার নয়। তদন্ত সাপেক্ষে জানা যাবে।’
জানা যায়, শনিবার রাত ১টার দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের হেড মাঝি হামিদের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী তিনটি ব্লকে। আগুনে আশ্রয়শিবিরের তিনটি ব্লকে ৯ শতাধিক ঘর পুড়ে যায়। এতে বাস্তুহারা হয়েছে প্রায় পাঁচ হাজার রোহিঙ্গা।
রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা বলেন, ‘এ ব্লকের হেড মাঝি হামিদের ঘরের প্রথমে আগুন লাগিয়ে দেয় আরসার সদস্যরা।’ আগুনে রোহিঙ্গাদের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানান তাঁরা।
ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ ইকবাল দুর্ঘটনা না নাশকতা, তা খুঁজে বের করার চেষ্টা চলছে জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খোঁজ নিচ্ছি, কীভাবে এই ঘটনা ঘটল। ক্যাম্পজুড়ে সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তায় আমাদের কর্মতৎপরতা অব্যাহত আছে।’
এর আগে সব শেষে গত ৩১ ডিসেম্বর দিবাগত রাতে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকে আগুন লাগে। এতে পুড়ে গেছে আনুমানিক ৫০টি বসতঘর।
একই বছরের ৫ মার্চ ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ব্লকে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায় ২ হাজার ২০০ ঘর, ক্ষতিগ্রস্ত হয় ১৫ হাজারের বেশি রোহিঙ্গা।
২০২১ সালের ২২ মার্চ তিনটি ক্যাম্পে একসঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় ১১ জনের মৃত্যু ও পাঁচ শতাধিক আহত হন। পুড়ে গিয়েছিল ৯ হাজারের বেশি ঘর।
আবারও উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ শতাধিক ঘর পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটসহ স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ আগুনে কেউ হতাহত হয়নি এবং কীভাবে আগুন লেগেছে, তার উৎস পরিষ্কার নয়। তদন্ত সাপেক্ষে জানা যাবে।’
জানা যায়, শনিবার রাত ১টার দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের হেড মাঝি হামিদের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী তিনটি ব্লকে। আগুনে আশ্রয়শিবিরের তিনটি ব্লকে ৯ শতাধিক ঘর পুড়ে যায়। এতে বাস্তুহারা হয়েছে প্রায় পাঁচ হাজার রোহিঙ্গা।
রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা বলেন, ‘এ ব্লকের হেড মাঝি হামিদের ঘরের প্রথমে আগুন লাগিয়ে দেয় আরসার সদস্যরা।’ আগুনে রোহিঙ্গাদের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানান তাঁরা।
ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ ইকবাল দুর্ঘটনা না নাশকতা, তা খুঁজে বের করার চেষ্টা চলছে জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খোঁজ নিচ্ছি, কীভাবে এই ঘটনা ঘটল। ক্যাম্পজুড়ে সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তায় আমাদের কর্মতৎপরতা অব্যাহত আছে।’
এর আগে সব শেষে গত ৩১ ডিসেম্বর দিবাগত রাতে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকে আগুন লাগে। এতে পুড়ে গেছে আনুমানিক ৫০টি বসতঘর।
একই বছরের ৫ মার্চ ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ব্লকে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায় ২ হাজার ২০০ ঘর, ক্ষতিগ্রস্ত হয় ১৫ হাজারের বেশি রোহিঙ্গা।
২০২১ সালের ২২ মার্চ তিনটি ক্যাম্পে একসঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় ১১ জনের মৃত্যু ও পাঁচ শতাধিক আহত হন। পুড়ে গিয়েছিল ৯ হাজারের বেশি ঘর।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩০ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে