প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)
দীর্ঘদিনের প্রিয় কর্মস্থল হাটহাজারী মাদ্রাসার ভেতরে ‘মাকবারাতুল জামিয়া’য় চিরনিদ্রায় শায়িত হয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। হেফাজতের সদর দপ্তর হিসেবে পরিচিত চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সহকারী ও শিক্ষা পরিচালকের দায়িত্ব পালনসহ প্রায় ১৭ বছর আল্লামা বাবুনগরী শিক্ষকতা করেছেন। প্রতিষ্ঠানটির ইট-পাথরের প্রতিটি পরতে জড়িয়ে আছে তাঁর স্মৃতিচিহ্ন। মাদ্রাসার অনেক জায়গার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাবুনগরীর কার্যালয়ে গিয়ে দেখা যায়, তাঁর একমাত্র ছেলে মাওলানা সালমান বাবুনগরী বাবার ব্যবহৃত বইপত্র, আসবাবপত্রসহ নানা সরঞ্জাম গুছিয়ে নিচ্ছেন। রাতে এশার নামাজের পরে মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এসব সরঞ্জামাদি তিনি পারিবারিকভাবে সংরক্ষণের জন্য গাড়িতে করে নিয়ে যান।
এ ব্যাপারে জানতে চাইলে সালমান বাবুনগরী বলেন, হুজুরের (বাবা) ব্যবহৃত এসব জিনিস আমাদের কাছে শেষ স্মৃতি। বাবাতো আর আমাদের মাঝে ফিরে আসবে না; তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তাই এসব স্মৃতি নিয়ে আমরা তাঁর আদর্শ ধারণ করে বেঁচে থাকতে চাই।
মৃত্যুর সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর আল্লামা বাবুনগরীর আসবাবপত্র ও স্মৃতিচিহ্নগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে বাবুনগরী হুজুরের খাদেম মাওলানা জুনায়েদ বলেন, ‘শায়েখ আল্লামা বাবুনগরী হুজুরের কিতাবাদী, ব্যবহৃত আসবাবপত্রসহ হজরতের রুমে থাকা যাবতীয় স্মৃতি নিজ হাতে গাড়িতে উঠিয়ে দিলাম। এভাবে শায়েখের শেষ স্মৃতিগুলোও নিজ হাতে ফটিকছড়ির বাবুনগরে পাঠাতে হবে তা কখনো ভাবিনি। এই সামানাগুলোর সঙ্গে আমার দীর্ঘ পাঁচ বছরের স্মৃতি জড়িয়ে আছে।’
দীর্ঘদিনের প্রিয় কর্মস্থল হাটহাজারী মাদ্রাসার ভেতরে ‘মাকবারাতুল জামিয়া’য় চিরনিদ্রায় শায়িত হয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। হেফাজতের সদর দপ্তর হিসেবে পরিচিত চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সহকারী ও শিক্ষা পরিচালকের দায়িত্ব পালনসহ প্রায় ১৭ বছর আল্লামা বাবুনগরী শিক্ষকতা করেছেন। প্রতিষ্ঠানটির ইট-পাথরের প্রতিটি পরতে জড়িয়ে আছে তাঁর স্মৃতিচিহ্ন। মাদ্রাসার অনেক জায়গার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাবুনগরীর কার্যালয়ে গিয়ে দেখা যায়, তাঁর একমাত্র ছেলে মাওলানা সালমান বাবুনগরী বাবার ব্যবহৃত বইপত্র, আসবাবপত্রসহ নানা সরঞ্জাম গুছিয়ে নিচ্ছেন। রাতে এশার নামাজের পরে মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এসব সরঞ্জামাদি তিনি পারিবারিকভাবে সংরক্ষণের জন্য গাড়িতে করে নিয়ে যান।
এ ব্যাপারে জানতে চাইলে সালমান বাবুনগরী বলেন, হুজুরের (বাবা) ব্যবহৃত এসব জিনিস আমাদের কাছে শেষ স্মৃতি। বাবাতো আর আমাদের মাঝে ফিরে আসবে না; তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তাই এসব স্মৃতি নিয়ে আমরা তাঁর আদর্শ ধারণ করে বেঁচে থাকতে চাই।
মৃত্যুর সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর আল্লামা বাবুনগরীর আসবাবপত্র ও স্মৃতিচিহ্নগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে বাবুনগরী হুজুরের খাদেম মাওলানা জুনায়েদ বলেন, ‘শায়েখ আল্লামা বাবুনগরী হুজুরের কিতাবাদী, ব্যবহৃত আসবাবপত্রসহ হজরতের রুমে থাকা যাবতীয় স্মৃতি নিজ হাতে গাড়িতে উঠিয়ে দিলাম। এভাবে শায়েখের শেষ স্মৃতিগুলোও নিজ হাতে ফটিকছড়ির বাবুনগরে পাঠাতে হবে তা কখনো ভাবিনি। এই সামানাগুলোর সঙ্গে আমার দীর্ঘ পাঁচ বছরের স্মৃতি জড়িয়ে আছে।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল কাদেরের ৭ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৯৫৯ টাকা মূল্যের দুটি বাড়ি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১২ মিনিট আগেবাগেরহাটে জালিয়াতির মাধ্যমে ভারতীয় নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেওয়ার অভিযোগে নির্বাচন কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. সাইদুর রহমান বাদী হয়ে আজ মঙ্গলবার কার্যালয়ে মামলাটি করেন।
১৫ মিনিট আগে‘আমার ছেলে ছোট থেকেই মেধাবী, নম্র, ভদ্র স্বভাবের। ক্লাসের প্রত্যেক পরীক্ষায় প্রথম হতো। কোনো দিন কিছু নিয়ে আমার সঙ্গে জেদ করেনি। লেখাপড়ার প্রতি ছিল তার খুবই মনোযোগ। স্বপ্ন ছিল ছেলেকে চিকিৎসক বানাব। কল্পনাও করতে পারছি না, আমার ছেলেটা এভাবে মারা যাবে। সে পরীক্ষার রেজাল্ট আনতে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরবে।’
৩২ মিনিট আগেনাটোরে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট খন্দকার ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নাটোর স্বনির্ভর সমিতির (ইউজিসিএল) অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।
৩২ মিনিট আগে