কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে কাজের সন্ধানে বন্ধুর কাছে এসেছিলেন নরসিংদীর মনোহরদীর যুবক আরেফুল ইসলাম শুভ। কিন্তু বন্ধু তাঁকে তুলে দেন অপহরণকারী চক্রের হাতে। খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহৃত শুভকে উদ্ধার করেছে। পাশাপাশি অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করেছে। এ সময় ঘটনাস্থল থেকে চার অস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকায় এ অভিযান চালানো হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন আজ শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন অপহরণকারী চক্রের মূল হোতা ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিন (৪৬), তাঁর দুই সহযোগী আলতাজ মিয়া (৪০) ও মুজিবুর রহমান (৫০)। তাঁরা হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকার বাসিন্দা।
ওসি গিয়াস উদ্দিন বলেন, শুক্রবার মধ্যরাতে টেকনাফের হোয়াইক্যংয়ের একটি গোপন আস্তানায় এক ব্যক্তিকে জিম্মি রাখা হয়েছে। তিনি টেকনাফে কাজের সন্ধানে এসে অপহরণের শিকার হয়েছেন। জিম্মি রেখে মুক্তিপণ দাবির খবরে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিন-চারজন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়।
এ সময় ধাওয়া দিয়ে অপহরণ চক্রের মূল হোতা এবং মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনকে তাঁর দুই সহযোগীসহ আটক করা হয়। পরে তাঁর বাসা থেকে অপহরণের শিকার নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে হেলাল উদ্দিনের বসতঘরসংলগ্ন মাটির নিচ থেকে দেশে তৈরি চারটি বন্দুক এবং সাতটি গুলি উদ্ধার করা হয়।
গিয়াস উদ্দিন আরও জানান, অপহরণের শিকার ওই ব্যক্তি গত ৩ মার্চ নরসিংদী থেকে কাজের সন্ধানে টেকনাফের বাসিন্দা মজিবুর রহমানের কাছে এসেছিলেন। কিন্তু মজিবুর তাঁকে কাজ না দিয়ে হেলাল উদ্দিনের আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। চক্রটি অপহৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।
আটক হেলাল উদ্দিনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র পাচারসহ নানা অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে ওসি গিয়াস উদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে কাজের সন্ধানে বন্ধুর কাছে এসেছিলেন নরসিংদীর মনোহরদীর যুবক আরেফুল ইসলাম শুভ। কিন্তু বন্ধু তাঁকে তুলে দেন অপহরণকারী চক্রের হাতে। খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহৃত শুভকে উদ্ধার করেছে। পাশাপাশি অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করেছে। এ সময় ঘটনাস্থল থেকে চার অস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকায় এ অভিযান চালানো হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন আজ শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন অপহরণকারী চক্রের মূল হোতা ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিন (৪৬), তাঁর দুই সহযোগী আলতাজ মিয়া (৪০) ও মুজিবুর রহমান (৫০)। তাঁরা হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকার বাসিন্দা।
ওসি গিয়াস উদ্দিন বলেন, শুক্রবার মধ্যরাতে টেকনাফের হোয়াইক্যংয়ের একটি গোপন আস্তানায় এক ব্যক্তিকে জিম্মি রাখা হয়েছে। তিনি টেকনাফে কাজের সন্ধানে এসে অপহরণের শিকার হয়েছেন। জিম্মি রেখে মুক্তিপণ দাবির খবরে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিন-চারজন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়।
এ সময় ধাওয়া দিয়ে অপহরণ চক্রের মূল হোতা এবং মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনকে তাঁর দুই সহযোগীসহ আটক করা হয়। পরে তাঁর বাসা থেকে অপহরণের শিকার নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে হেলাল উদ্দিনের বসতঘরসংলগ্ন মাটির নিচ থেকে দেশে তৈরি চারটি বন্দুক এবং সাতটি গুলি উদ্ধার করা হয়।
গিয়াস উদ্দিন আরও জানান, অপহরণের শিকার ওই ব্যক্তি গত ৩ মার্চ নরসিংদী থেকে কাজের সন্ধানে টেকনাফের বাসিন্দা মজিবুর রহমানের কাছে এসেছিলেন। কিন্তু মজিবুর তাঁকে কাজ না দিয়ে হেলাল উদ্দিনের আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। চক্রটি অপহৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।
আটক হেলাল উদ্দিনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র পাচারসহ নানা অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে ওসি গিয়াস উদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৬ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩৩ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে