দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে কৃষিজমিতে অবৈধভাবে ড্রেজার উচ্ছেদ অভিযানের সময় সিন্ডিকেটের লোকজনের হামলায় পুলিশ ও ভূমি কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর গ্রামে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষিজমি ও মৎস্য প্রকল্পে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছিল। অভিযোগ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মাটি উত্তোলন মেশিন উচ্ছেদ করতে গেলে সিন্ডিকেটের সদস্য ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মুবারকপুর গ্রামের জামালের ছেলে শাহিন, লক্ষ্মীপুর গ্রামের হোসেনের ছেলে হাসেন, তাঁর স্ত্রী সেলিনা, বোন সাথী, ওহাবের ছেলে শরীফ, আব্দুল কুদ্দুসের ছেলে জামিরসহ ২০-৩০ জন মিলে পুলিশ সদস্য ও ভূমি কর্মকর্তাদের ওপর অতর্কিত হামলা চালান।
এতে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোহসিন (৩২), কনস্টেবল আতিকুর রহমান, সজল, নুরুল আবসার, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভূমি কর্মকর্তা জয়নার আবেদিন ও দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সায়রাত সহকারী শাহাদাৎ হাসান আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত এসআই মো. মোহসিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানতে চাইলে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ড্রেজার উচ্ছেদ অভিযানে সন্ত্রাসী স্টাইলে করা হামলা থেকে ম্যাজিস্ট্রেট মো. রেদওয়ান আহমেদ মহোদয়কে রক্ষা করতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত হাসেনের স্ত্রী সেলিনা ও বোন সাথীকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ ড্রেজার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করার সময় অতর্কিত হামলা করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কুমিল্লার দাউদকান্দিতে কৃষিজমিতে অবৈধভাবে ড্রেজার উচ্ছেদ অভিযানের সময় সিন্ডিকেটের লোকজনের হামলায় পুলিশ ও ভূমি কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর গ্রামে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষিজমি ও মৎস্য প্রকল্পে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছিল। অভিযোগ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মাটি উত্তোলন মেশিন উচ্ছেদ করতে গেলে সিন্ডিকেটের সদস্য ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মুবারকপুর গ্রামের জামালের ছেলে শাহিন, লক্ষ্মীপুর গ্রামের হোসেনের ছেলে হাসেন, তাঁর স্ত্রী সেলিনা, বোন সাথী, ওহাবের ছেলে শরীফ, আব্দুল কুদ্দুসের ছেলে জামিরসহ ২০-৩০ জন মিলে পুলিশ সদস্য ও ভূমি কর্মকর্তাদের ওপর অতর্কিত হামলা চালান।
এতে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোহসিন (৩২), কনস্টেবল আতিকুর রহমান, সজল, নুরুল আবসার, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভূমি কর্মকর্তা জয়নার আবেদিন ও দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সায়রাত সহকারী শাহাদাৎ হাসান আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত এসআই মো. মোহসিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানতে চাইলে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ড্রেজার উচ্ছেদ অভিযানে সন্ত্রাসী স্টাইলে করা হামলা থেকে ম্যাজিস্ট্রেট মো. রেদওয়ান আহমেদ মহোদয়কে রক্ষা করতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত হাসেনের স্ত্রী সেলিনা ও বোন সাথীকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ ড্রেজার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করার সময় অতর্কিত হামলা করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
১ ঘণ্টা আগেখুলনায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন তাঁর সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার (২৭ এপ্রিল) জান্নাতী খাতুন মিতু তাঁর সাবেক স্বামী মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে...
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের পরিচয় জানা যায়
৩ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
৩ ঘণ্টা আগে