Ajker Patrika

হোমনায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২৪

প্রতিনিধি
হোমনায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২৪

হোমনা (কুমিল্লা): হোমনায় এক কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ২৪ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ফুজুরকান্দি, ঘাড়মোড়া, নিলখি ও শ্রীপুর গ্রামে ঘুরে ঘুরে লোকজনকে কামড়িয়ে আহত করে কুকুরটি।

কুকুরের কামড়ে আহতরা হলেন-ঘারমোড়া গ্রামের রুশিয়া বেগম (৫০), শাওন (১২), সেলিম (২৫), মিরাজ (২৮), মারিয়া (৬), জিসান (৭), খাদিজা (১৪), শাহনাজ (৩০), মো. লিটন (৪০) ফজুরকান্দি গ্রামের তাছরিফা (৮), আঃ রহমান (৫), হোসাইন (৬) শারমিন (২৬), রহিমা (৬), সামিয়া (৮), আতিক (১২), খোদেদাউদপুর গ্রামের মাসুদা (২৮), শ্যামপুর গ্রামের শাওন (১০), শ্রীপুর গ্রামের রাফি (৮) ও নিলখী গ্রামের মনোয়ারা বেগম (৫৫), ফজিলত বেগম (৬০), আনোয়ারা বেগম (৬০), ফয়েজুদ্দিন (৬৫), মামুন (৩০)।

কুকরের কামড়ে আহত মিরাজ বলেন, আমি দুপুরে ঘাড়মোড়া বাজারের ভেতরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এ সময় হঠাৎ কুকুরটি আমার হাঁটুর ওপরে কামড় দেয়। তখন আমি কুকরটিকে লাথি মেরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। কুকুরটি আবার আমার বুকে কামড় দিয়ে দৌড়ে চলে যায়। এরপর যাকে সামনে পেয়েছে সবাইকেই কামড়িয়ে আহত করেছে কুকুরটি।

হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম শিকদার জানান, এ পর্যন্ত কুকুরের কামড়ে আহত ১৮ জন চিকিৎসা নিয়েছেন। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জলাতঙ্ক টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

ঘাড়মোড়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা জানান, রাতে স্থানীয় লোকজন ঐক্যবদ্ধ হয়ে লাঠি দিয়ে পিটিয়ে কুকুরটিকে মেরে ফেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত