কামাল হোসেন সরকার, হোমনা (কুমিল্লা)
নদী দখলের নতুন চিত্র ধরা পড়ল কুমিল্লার হোমনায়। এ উপজেলা দিয়ে প্রবাহিত তিতাস নদের দুই পাশে কয়েক শ অবৈধ বাঁশের ঘের দেওয়া হয়েছে। এসব ঘের থেকে নির্বিচারে রেণুসহ বিভিন্ন মাছ শিকার করা হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে নদের স্বাভাবিক স্রোতোধারা। এ কারণে নদটি কোথাও কোথাও মরা খালে পরিণত হয়েছে। দীর্ঘদিন নির্বিচারে মাছ শিকার করা হলেও স্থানীয় প্রশাসন ঘেরমালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, হোমনা সদর উপজেলার তিতাস নদের প্রায় ২০ কিলোমিটার এলাকায় শতাধিক অবৈধ ঘের রয়েছে। উপজেলার শ্রীমদ্দি থেকে রামচন্দ্রপুর পর্যন্ত প্রভাবশালীরা তিতাস নদে গণহারে ঘের দিয়ে মাছ শিকার করছেন। মাছ শিকারে ব্যবহার করা হচ্ছে চিকন ফাঁসের জাল। এসব জাল থেকে কোনো (আধা সেন্টিমিটারের কম) ধরনের মাছই বের হতে পারে না। ফলে ছোট-বড় মাছের পাশাপাশি পোনাও ধরা পড়ছে ঘেরমালিকদের ফাঁদে।
হোমনার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা আবদুল বাতেন বলেন, ‘আমাদের তিতাস নদে আগে বড় বড় লঞ্চ, মালবাহী স্টিমার চলত। এখন তো ঘের, কচুরিপানা এবং ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে এতে নৌকা চলাচল কষ্টকর হয়ে ওঠে। সময়ের ব্যবধানে নাব্যতা হারিয়ে ক্রমেই মরা খালে পরিণত হচ্ছে তিতাস।’ আবদুল বাতেন বলেন, নদের এই নাব্যতা হারানোর নেপথ্যে রয়েছে নদী দখল, পলি জমে ভরাট হওয়া, অবৈধভাবে ঘের দিয়ে মাছ শিকার করা। রামকৃষ্ণপুর গ্রামের আবদুল মোমেন বলেন, ‘তিতাস নদ ছিল আমাদের গর্ব। অবৈধ মাছের ঘেরের কারণে নদের স্বাভাবিক স্রোতোধারা ব্যাহত হচ্ছে, পলিমাটি জমে এটি ভরাট হচ্ছে। প্রশাসনকে ম্যানেজ করে এখানে এভাবে মাছ ধরা হচ্ছ।’
শ্রীমদ্দি গ্রামের মো. দুলাল মিয়ার ঘের আছে তিতাসে। তিনি বলেন, ‘সরকারি নদীতে ঘের তৈরি করে মাছ ধরা অবৈধ, এটা আমার জানা নাই।’
হোমনা গ্রামের ঘেরমালিক কিংকড় দাস বলেন, ‘আমরা যুগ যুগ ধরে নদীতে ঘের তৈরি করে মাছ ধরতেছি, কোনো দিন তো কেউ কিছু বলে নাই। আর সরকারি নদীতে ঘের দেওয়া অবৈধ হবে কেন?’
উপজেলার শ্রীমদ্দি থেকে রামচন্দ্রপুর পর্যন্ত পুরো এলাকায় তিতাস দখল হয়েছে। তবে সবচেয়ে বেশি দখল হয়েছে রামকৃষ্ণপুর। নদ দখল করে তৈরি করা হয়েছে কৃষিখেত। ধানসহ বিভিন্ন ধরনের চাষাবাদ হচ্ছে এই এলাকায়। এতে নদের প্রবাহ একেবারে শীর্ণ হয়ে এসেছে। এ ছাড়া নদে অবৈধ ঘের তৈরির কারণে কচুরিপানা আটকে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। দুই পারের মানুষ রান্নাবান্নাসহ গৃহস্থালির কাজের জন্য নদের পানি ব্যবহার করত। তবে ঘেরের কচুরিপানা পচে পানি দুর্গন্ধময় হয়ে পড়ায় তিতাস পারের মানুষ গোসল, রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজ করতে পারছে না।
এমন অবৈধ ঘের থাকার কথা স্বীকার করলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, ‘এসব অবৈধ মাছের ঘের আমিও দেখেছি। ইউএনও স্যারের সঙ্গে পরামর্শ করে অবৈধ ঘেরমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আর হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, ‘উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’
নদী দখলের নতুন চিত্র ধরা পড়ল কুমিল্লার হোমনায়। এ উপজেলা দিয়ে প্রবাহিত তিতাস নদের দুই পাশে কয়েক শ অবৈধ বাঁশের ঘের দেওয়া হয়েছে। এসব ঘের থেকে নির্বিচারে রেণুসহ বিভিন্ন মাছ শিকার করা হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে নদের স্বাভাবিক স্রোতোধারা। এ কারণে নদটি কোথাও কোথাও মরা খালে পরিণত হয়েছে। দীর্ঘদিন নির্বিচারে মাছ শিকার করা হলেও স্থানীয় প্রশাসন ঘেরমালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, হোমনা সদর উপজেলার তিতাস নদের প্রায় ২০ কিলোমিটার এলাকায় শতাধিক অবৈধ ঘের রয়েছে। উপজেলার শ্রীমদ্দি থেকে রামচন্দ্রপুর পর্যন্ত প্রভাবশালীরা তিতাস নদে গণহারে ঘের দিয়ে মাছ শিকার করছেন। মাছ শিকারে ব্যবহার করা হচ্ছে চিকন ফাঁসের জাল। এসব জাল থেকে কোনো (আধা সেন্টিমিটারের কম) ধরনের মাছই বের হতে পারে না। ফলে ছোট-বড় মাছের পাশাপাশি পোনাও ধরা পড়ছে ঘেরমালিকদের ফাঁদে।
হোমনার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা আবদুল বাতেন বলেন, ‘আমাদের তিতাস নদে আগে বড় বড় লঞ্চ, মালবাহী স্টিমার চলত। এখন তো ঘের, কচুরিপানা এবং ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে এতে নৌকা চলাচল কষ্টকর হয়ে ওঠে। সময়ের ব্যবধানে নাব্যতা হারিয়ে ক্রমেই মরা খালে পরিণত হচ্ছে তিতাস।’ আবদুল বাতেন বলেন, নদের এই নাব্যতা হারানোর নেপথ্যে রয়েছে নদী দখল, পলি জমে ভরাট হওয়া, অবৈধভাবে ঘের দিয়ে মাছ শিকার করা। রামকৃষ্ণপুর গ্রামের আবদুল মোমেন বলেন, ‘তিতাস নদ ছিল আমাদের গর্ব। অবৈধ মাছের ঘেরের কারণে নদের স্বাভাবিক স্রোতোধারা ব্যাহত হচ্ছে, পলিমাটি জমে এটি ভরাট হচ্ছে। প্রশাসনকে ম্যানেজ করে এখানে এভাবে মাছ ধরা হচ্ছ।’
শ্রীমদ্দি গ্রামের মো. দুলাল মিয়ার ঘের আছে তিতাসে। তিনি বলেন, ‘সরকারি নদীতে ঘের তৈরি করে মাছ ধরা অবৈধ, এটা আমার জানা নাই।’
হোমনা গ্রামের ঘেরমালিক কিংকড় দাস বলেন, ‘আমরা যুগ যুগ ধরে নদীতে ঘের তৈরি করে মাছ ধরতেছি, কোনো দিন তো কেউ কিছু বলে নাই। আর সরকারি নদীতে ঘের দেওয়া অবৈধ হবে কেন?’
উপজেলার শ্রীমদ্দি থেকে রামচন্দ্রপুর পর্যন্ত পুরো এলাকায় তিতাস দখল হয়েছে। তবে সবচেয়ে বেশি দখল হয়েছে রামকৃষ্ণপুর। নদ দখল করে তৈরি করা হয়েছে কৃষিখেত। ধানসহ বিভিন্ন ধরনের চাষাবাদ হচ্ছে এই এলাকায়। এতে নদের প্রবাহ একেবারে শীর্ণ হয়ে এসেছে। এ ছাড়া নদে অবৈধ ঘের তৈরির কারণে কচুরিপানা আটকে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। দুই পারের মানুষ রান্নাবান্নাসহ গৃহস্থালির কাজের জন্য নদের পানি ব্যবহার করত। তবে ঘেরের কচুরিপানা পচে পানি দুর্গন্ধময় হয়ে পড়ায় তিতাস পারের মানুষ গোসল, রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজ করতে পারছে না।
এমন অবৈধ ঘের থাকার কথা স্বীকার করলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, ‘এসব অবৈধ মাছের ঘের আমিও দেখেছি। ইউএনও স্যারের সঙ্গে পরামর্শ করে অবৈধ ঘেরমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আর হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, ‘উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৪ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
২৯ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৩ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে