চাঁদপুর প্রতিনিধি
শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক মন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য দীপু মনির বিরুদ্ধে তিন মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তাঁকে আজ বুধবার গ্রেপ্তার দেখাতে চাঁদপুর আদালতে হাজির করার প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আইনজীবীসহ ভুক্তভোগীরা বলছেন, আদালতে আনা হলে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিভিন্ন ক্ষোভের কারণে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হতে পারে।
আজ বুধবার দীপু মনিকে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হচ্ছে না বলে আদালতের সিনিয়র আইনজীবী সলিম উল্যাহ সেলিমসহ একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছেন।
চাঁদপুর সদর মডেল থানা ও আদালত সূত্রে জানা গেছে, দীপু মনিসহ আওয়ামী লীগ ও তাঁর সিন্ডিকেটের লোকদের বিরুদ্ধে এ পর্যন্ত চাঁদপুর সদরে তিনটি মামলা হয়েছে। দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুকবুল হোসেন এবং অপর মামলার তদন্ত কর্মকর্তা হলেন উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন।
মামলাগুলোর মধ্যে প্রথম মামলাটি হচ্ছে গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জে এম সেনগুপ্ত রোডের বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় দীপু মনি ও তাঁর ভাই টিপুকে হুকুমের আসামি করে মামলা হয়।
দ্বিতীয় মামলা চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হামলার ঘটনায় দীপু মনি, তাঁর ভাই জে আর ওয়াদুদ টিপু ও সেলিম মাহমুদসহ ৬২৪ জনকে আসামি করে মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীর অভিভাবক নুরুল ইসলাম খান।
চাঁদপুর শহরের পুরোনো বাসস্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম পাশের সড়ক ভবন এলাকায় বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় তৃতীয় মামলাটি করা হয়েছে। এই মামলা করেন মোক্তার আহমেদ নামে এক ব্যক্তি।
দীপু মনিকে চাঁদপুর আদালতে হাজির করার বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী সলিম উল্লাহ সেলিম বলেন, ‘আজ তিন মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য দীপু মনিকে চাঁদপুর আদালতে আনার কথা। দীর্ঘ ১৭ বছর তিনি ও তাঁর সিন্ডিকেট মানুষকে অনেক হয়রানি করেছেন। বিক্ষুব্ধ জনতা অপেক্ষায় আছে কবে তাঁকে আদালতে হাজির করা হবে। তবে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হতে পারে এমন শঙ্কায় চাঁদপুর আদালতে হাজির বাতিল করা হয়েছে।’
সলিম উল্লাহ আরও বলেন, ‘দীপু মনি ক্ষমতায় থাকাকালীন তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় চাঁদপুরে বিএনপি-জামায়াতের ২৩ জন পুলিশের হাতে প্রাণ হারিয়েছেন। নিহতদের পরিবারের সদস্যরা তাঁর বিচার, অত্যাচার, দুর্নীতি ও সীমা লঙ্ঘনের জন্য তাঁকে খুঁজছে। একই সঙ্গে দীপু মনি চাঁদপুরের রাজনীতির সৌহার্দ্য ও সম্প্রীতি নষ্ট করেছেন। আওয়ামী লীগের প্রকৃত নেতা-কর্মীরা ও প্রবীণ আওয়ামী লীগের লোকজন তাঁকে খুঁজছেন এসব প্রশ্নের জবাব নিতে।’
শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক মন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য দীপু মনির বিরুদ্ধে তিন মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তাঁকে আজ বুধবার গ্রেপ্তার দেখাতে চাঁদপুর আদালতে হাজির করার প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আইনজীবীসহ ভুক্তভোগীরা বলছেন, আদালতে আনা হলে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিভিন্ন ক্ষোভের কারণে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হতে পারে।
আজ বুধবার দীপু মনিকে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হচ্ছে না বলে আদালতের সিনিয়র আইনজীবী সলিম উল্যাহ সেলিমসহ একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছেন।
চাঁদপুর সদর মডেল থানা ও আদালত সূত্রে জানা গেছে, দীপু মনিসহ আওয়ামী লীগ ও তাঁর সিন্ডিকেটের লোকদের বিরুদ্ধে এ পর্যন্ত চাঁদপুর সদরে তিনটি মামলা হয়েছে। দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুকবুল হোসেন এবং অপর মামলার তদন্ত কর্মকর্তা হলেন উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন।
মামলাগুলোর মধ্যে প্রথম মামলাটি হচ্ছে গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জে এম সেনগুপ্ত রোডের বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় দীপু মনি ও তাঁর ভাই টিপুকে হুকুমের আসামি করে মামলা হয়।
দ্বিতীয় মামলা চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হামলার ঘটনায় দীপু মনি, তাঁর ভাই জে আর ওয়াদুদ টিপু ও সেলিম মাহমুদসহ ৬২৪ জনকে আসামি করে মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীর অভিভাবক নুরুল ইসলাম খান।
চাঁদপুর শহরের পুরোনো বাসস্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম পাশের সড়ক ভবন এলাকায় বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় তৃতীয় মামলাটি করা হয়েছে। এই মামলা করেন মোক্তার আহমেদ নামে এক ব্যক্তি।
দীপু মনিকে চাঁদপুর আদালতে হাজির করার বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী সলিম উল্লাহ সেলিম বলেন, ‘আজ তিন মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য দীপু মনিকে চাঁদপুর আদালতে আনার কথা। দীর্ঘ ১৭ বছর তিনি ও তাঁর সিন্ডিকেট মানুষকে অনেক হয়রানি করেছেন। বিক্ষুব্ধ জনতা অপেক্ষায় আছে কবে তাঁকে আদালতে হাজির করা হবে। তবে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হতে পারে এমন শঙ্কায় চাঁদপুর আদালতে হাজির বাতিল করা হয়েছে।’
সলিম উল্লাহ আরও বলেন, ‘দীপু মনি ক্ষমতায় থাকাকালীন তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় চাঁদপুরে বিএনপি-জামায়াতের ২৩ জন পুলিশের হাতে প্রাণ হারিয়েছেন। নিহতদের পরিবারের সদস্যরা তাঁর বিচার, অত্যাচার, দুর্নীতি ও সীমা লঙ্ঘনের জন্য তাঁকে খুঁজছে। একই সঙ্গে দীপু মনি চাঁদপুরের রাজনীতির সৌহার্দ্য ও সম্প্রীতি নষ্ট করেছেন। আওয়ামী লীগের প্রকৃত নেতা-কর্মীরা ও প্রবীণ আওয়ামী লীগের লোকজন তাঁকে খুঁজছেন এসব প্রশ্নের জবাব নিতে।’
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
১৮ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
২২ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
২৬ মিনিট আগেসহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১ ঘণ্টা আগে