Ajker Patrika

উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা শিবিরের স্বেচ্ছাসেবক নিহত 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৫: ৪৩
উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা শিবিরের স্বেচ্ছাসেবক নিহত 

কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে আবদুর রশিদ (৩৫) নামের এক রোহিঙ্গা আশ্রয়শিবিরের স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বালুখালীর ৮ নম্বর রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। তিনি ক্যাম্পের স্বেচ্ছাসেবক ছিলেন। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।

অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে ক্যাম্পের স্বেচ্ছাসেবক রশিদকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর উদ্ধার করে রোহিঙ্গা, শিবিরের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

এ নিয়ে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘রশিদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত