Ajker Patrika

চকরিয়ায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   
নিহত দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত
নিহত দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মালবাহী মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও দুজন। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শান্তিবাজার-কাকারা, মানিকপুর-ইয়াংছা আঞ্চলিক সড়কের চকরিয়া উপজেলার কাকারা মাঝের ফাঁড়ি ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন চকরিয়া উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার গ্রামের মৃত আবজুল আহম্মেদের ছেলে শহীদুল ইসলাম (৩০) ও পূর্ব বড় ভেওলার ফজুমিয়াজির ছড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ কায়সার উদ্দিন (৩০)। আহতরা হলেন মোহাম্মদ এহসান ও শেফায়েত হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বান্দরবানের লামা উপজেলা থেকে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে চকরিয়ায় যাচ্ছিলেন যাত্রীরা। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে অটোরিকশাটি কাকারা মাঝের ফাঁড়ি বাজারের অদূরে পৌঁছালে চকরিয়া থেকে লামামুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশার দুজন যাত্রী নিহত হন। চালকসহ অটোরিকশায় থাকা আরও দুজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত শহীদুল ইসলামের বড় ভাই লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম জানান, ব্যবসার কাজে লামা গিয়েছিলেন তাঁর ভাই। কাজ শেষে রাতে একটি সিএনজি অটোযোগে বাড়ি ফিরছিলেন। তাঁদের গাড়িটি কাকারা মাঝের ফাঁড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁর ভাইয়ের প্রাণ কেড়ে নেয়।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদ বাকি আইনগত প্রক্রিয়া চলমান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত