প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)
সোনালি মুরগি পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অর্ধশতাধিক অসচ্ছল পরিবার। চাঁদপুর জেলা পরিষদের এডিপি খাতের বিশেষ বরাদ্দের আওতায় আত্মকর্মসংস্থান মূলক সহায়তা প্রকল্পের মাধ্যমে সোনালি মুরগি পেয়ে মহাখুশি প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল পরিবারের সদস্যরা।
জানা যায়, চাঁদপুর–৫ আসনের সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম অসচ্ছল পরিবারগুলোর মাঝে সচ্ছলতা ফিরিয়ে আনতে উদ্যোগ নেন। ১০৫ পরিবারের মাঝে ৩০টি করে সোনালি মুরগি দিয়ে সহযোগিতা করেন। সঙ্গে ফিড, মুরগির খাঁচা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এর মধ্যে ৫৫টি অসচ্ছল পরিবার হাজীগঞ্জের।
সুবিধাভোগী উপজেলার গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নের পাচৈ গ্রামের মৃত জালাল আহমেদের ছেলে শারীরিক প্রতিবন্ধী হাবিব মিয়া (৪৬)। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন আগেই। এখন পেয়েছেন মুরগি, খাঁচা, ওষুধ, ফিড। হাবিবের খুশির অন্ত নেই। মুরগি পালন করে পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে বলে মনে করেন হাবিব। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কথায় কথায়। স্বপ্ন দেখছেন একদিন বড় খামারি হবেন।
চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজি জসিম উদ্দিন বলেন, হাজীগঞ্জ শাহরাস্তির এমপি রফিকুল ইসলামের নির্দেশনায় উপজেলার অসচ্ছল মানুষদের খুঁজে বের করে তালিকাভুক্ত করা হয়। পরে স্বচ্ছতা এবং জবাবদিহীতার ভিত্তিতে ৫৫টি তালিকাভুক্ত পরিবারের প্রতি ৩০টি সোনালি মুরগি তুলে দেওয়া হয়।
এ ছাড়া প্রতিটি অসচ্ছল পরিবারকে একটি করে খাঁচা দেওয়া হয়। প্রতি পরিবারকে মুরগির ফিড দেওয়া হয় ১ বস্তা। মুরগি যাতে সুস্থ থাকে সে জন্য মুরগিকে ২ হাজার ২৫০ টাকার ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। সর্বোপরি অসচ্ছল মানুষদের জীবনমান উন্নয়নে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেন স্থানীয় সাংসদ।
সোনালি মুরগি পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অর্ধশতাধিক অসচ্ছল পরিবার। চাঁদপুর জেলা পরিষদের এডিপি খাতের বিশেষ বরাদ্দের আওতায় আত্মকর্মসংস্থান মূলক সহায়তা প্রকল্পের মাধ্যমে সোনালি মুরগি পেয়ে মহাখুশি প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল পরিবারের সদস্যরা।
জানা যায়, চাঁদপুর–৫ আসনের সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম অসচ্ছল পরিবারগুলোর মাঝে সচ্ছলতা ফিরিয়ে আনতে উদ্যোগ নেন। ১০৫ পরিবারের মাঝে ৩০টি করে সোনালি মুরগি দিয়ে সহযোগিতা করেন। সঙ্গে ফিড, মুরগির খাঁচা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এর মধ্যে ৫৫টি অসচ্ছল পরিবার হাজীগঞ্জের।
সুবিধাভোগী উপজেলার গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নের পাচৈ গ্রামের মৃত জালাল আহমেদের ছেলে শারীরিক প্রতিবন্ধী হাবিব মিয়া (৪৬)। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন আগেই। এখন পেয়েছেন মুরগি, খাঁচা, ওষুধ, ফিড। হাবিবের খুশির অন্ত নেই। মুরগি পালন করে পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে বলে মনে করেন হাবিব। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কথায় কথায়। স্বপ্ন দেখছেন একদিন বড় খামারি হবেন।
চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজি জসিম উদ্দিন বলেন, হাজীগঞ্জ শাহরাস্তির এমপি রফিকুল ইসলামের নির্দেশনায় উপজেলার অসচ্ছল মানুষদের খুঁজে বের করে তালিকাভুক্ত করা হয়। পরে স্বচ্ছতা এবং জবাবদিহীতার ভিত্তিতে ৫৫টি তালিকাভুক্ত পরিবারের প্রতি ৩০টি সোনালি মুরগি তুলে দেওয়া হয়।
এ ছাড়া প্রতিটি অসচ্ছল পরিবারকে একটি করে খাঁচা দেওয়া হয়। প্রতি পরিবারকে মুরগির ফিড দেওয়া হয় ১ বস্তা। মুরগি যাতে সুস্থ থাকে সে জন্য মুরগিকে ২ হাজার ২৫০ টাকার ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। সর্বোপরি অসচ্ছল মানুষদের জীবনমান উন্নয়নে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেন স্থানীয় সাংসদ।
সাতক্ষীরার তালা উপজেলায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৮) নামের এক কলেজছাত্রীর মারা যাওয়ার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
৪ মিনিট আগেমুন্সিগঞ্জ সদরে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে একের পর এক খুনের ঘটনা ঘটছে। ২৮ বছর ধরে চলা এই রক্তারক্তির সর্বশেষ শিকার হয়েছেন একজন গতকাল বৃহস্পতিবার রাতে। মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
১০ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় গ্যাস–সংকট নিরসনের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর ঘণ্টাব্যাপী ধলপুর-সায়েদাবাদ সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অত্র এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
৩৪ মিনিট আগেযশোরে বার্ড ফ্লু সংক্রমণ সন্দেহে আট বছর বয়সী এক শিশুর রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রতিনিধিদলের সদস্যরা। আজ শুক্রবার সকালে এ নমুনা সংগ্রহ করেন তাঁরা। এ ছাড়া স্থানীয় মুরগির খামার ও আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে প্রতিনিধিদলটি।
৪৪ মিনিট আগে