Ajker Patrika

ভারত থেকে চোরাই পথে আসা কোটি টাকার শাড়ি জব্দ, আটক ২ 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২৩, ২১: ০৭
ভারত থেকে চোরাই পথে আসা কোটি টাকার শাড়ি জব্দ, আটক ২ 

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে আসা ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় শাড়ি বহনকারী দুই মাইক্রোবাসের চালককে আটক করা হয়। 

গতকাল সোমবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর বাজারের ফুটওভার ব্রিজের নিচ থেকে শাড়িগুলো জব্দ করা হয়। 

আটকেরা হলেন গাড়িচালক মিরসরাই উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে মো. সোহাগ (৩৭) ও ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া গ্রামের মো. নুরুল হকের ছেলে রেজাউল করিম (২৬)। 

পুলিশ জানায়, গতকাল রাতে মিরসরাই পৌর বাজারে ফুটওভার ব্রিজের নিচে চট্টগ্রামমুখী লেইনে অভিযান চালিয়ে পুলিশ দুটি মাইক্রো জব্দ করে। গাড়ি দুটি তল্লাশি করে ৩১টি গাইডে ২ হাজার ৩০৫টি শাড়ি জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, চোরাকারবারিরা সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদে মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় শাড়িসহ দুটি মাইক্রো জব্দ করা হয়। 

ওসি আরও বলেন, গাড়িচালক সোহাগ এর আগেও ভারতীয় শাড়ি চোরাচালানের সময় পুলিশের হাতে আটক হয়েছিলেন। জেল থেকে জামিনে ছাড়া পেয়ে তিনি পুনরায় চোরাচালানে জড়িয়ে পড়েন। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত