Ajker Patrika

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৬: ৪৭
সীতাকুণ্ডে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ 

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ সলিমপুর বায়োজিদ লিংক রোডে বেঙ্গল ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার চান্দুল্লা এলাকার মনির চৌধুরী (৩৯) ও বগুড়া জেলার শাহজাহানপুর থানার মো. জিয়াউর রহমান (৪০)। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই স্থানে দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যান পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চালক ও দুই যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, এ দুর্ঘটনায় আহত দুজনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। 

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক মনির ও জিয়াউর রহমানকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত