লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ডলু খালের ওপর নির্মিত স্টিল ব্রিজটি হুমকির মুখে রয়েছে। ব্রিজটির নিচে ও পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নিচের পিলার ভেসে উঠেছে। এতে ব্রিজটি হুমকির মধ্যে রয়েছে বলে জানান স্থানীয়রা।
জানা যায়, উপজেলার পুটিবিলা ও চুনতি ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে ডলুখাল। ওই খালের ওপর পুটিবিলা-চুনতি সংযোগ সড়কে মাওলানাপাড়ায় ১৫-২০ বছর আগে নির্মিত হয়েছে স্টিলের ব্রিজটি। এটি লোহাগাড়া, বান্দরবানের আলীকদম ও লামা উপজেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। পুটিবিলা ও চুনতিবাসীর মধ্যে যাতায়াতের একমাত্র ব্রিজ এটি। এই ব্রিজ দিয়ে পুটিবিলার এমচরহাট-পানত্রিশা-ফারেঙ্গা হয়েও বিভিন্ন স্থানে যাওয়া যায়।
ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন শত শত যান চলাচল করছে। স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করে। ব্রিজের নিচ থেকে বালু তোলার কারণে বর্তমানে এটি হুমকির মুখে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বালু উত্তোলনের কারণে ব্রিজটির বেইজড দেখা যাচ্ছে। গাড়ি চললে ব্রিজটি নড়ে ওঠে। ওই মুহূর্তে মনে হয় ব্রিজ ভেঙে পড়ে যাবে। বালুখেকোরা ব্রিজের নিচে ও পাশ থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের কারণে ব্রিজটির নিচের পিলার ২০-৩০ ফুটের মতো ভেসে উঠেছে।
জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ব্রিজ থেকে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। কিন্তু আইনের তোয়াক্কা না করেই বালু উত্তোলন অব্যাহত রাখা হয়েছে। এর ফলে যেকোনো সময় ব্রিজটি ভেঙে শত শত গ্রামের মানুষের যাতায়াতব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।
পুটিবিলা ইউপি সদস্য মো. নাছির উদ্দিন জানান, ব্রিজের নিচে ডলুখাল থেকে বালুখেকোরা অবৈধ বালু উত্তোলনের কারণে ব্রিজটি এখন অনেক ঝুঁকিপূর্ণ। তিনি ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানান।
পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজি মুহাম্মদ ইউনুচ জানান, দুই ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতের জন্য এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ব্রিজ। এলাকার কিছু বালুখেকোরা বালু উত্তোলনের কারণে ব্রিজটির বেইজড ২০ ফুটের বেশি দেখা যাচ্ছে। ফলে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।
লোহাগাড়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইফরাদ বিন মুনীর বলেন, `ডলু খালের ওপর ব্রিজ নির্মাণ বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। নতুন ব্রিজ নির্মাণের জন্য তালিকা পাঠানো হয়েছে।'
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও বালুখেকোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকেে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং বহু বালু জব্দ করা হয়েছে। বহু বালুখেকোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ডলুখালের ওপর নির্মিত ব্রিজটির নিচ থেকে কোনো ধরনের বালু উত্তোলন করা যাবে না বলে তিনি জানান।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ডলু খালের ওপর নির্মিত স্টিল ব্রিজটি হুমকির মুখে রয়েছে। ব্রিজটির নিচে ও পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নিচের পিলার ভেসে উঠেছে। এতে ব্রিজটি হুমকির মধ্যে রয়েছে বলে জানান স্থানীয়রা।
জানা যায়, উপজেলার পুটিবিলা ও চুনতি ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে ডলুখাল। ওই খালের ওপর পুটিবিলা-চুনতি সংযোগ সড়কে মাওলানাপাড়ায় ১৫-২০ বছর আগে নির্মিত হয়েছে স্টিলের ব্রিজটি। এটি লোহাগাড়া, বান্দরবানের আলীকদম ও লামা উপজেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। পুটিবিলা ও চুনতিবাসীর মধ্যে যাতায়াতের একমাত্র ব্রিজ এটি। এই ব্রিজ দিয়ে পুটিবিলার এমচরহাট-পানত্রিশা-ফারেঙ্গা হয়েও বিভিন্ন স্থানে যাওয়া যায়।
ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন শত শত যান চলাচল করছে। স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করে। ব্রিজের নিচ থেকে বালু তোলার কারণে বর্তমানে এটি হুমকির মুখে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বালু উত্তোলনের কারণে ব্রিজটির বেইজড দেখা যাচ্ছে। গাড়ি চললে ব্রিজটি নড়ে ওঠে। ওই মুহূর্তে মনে হয় ব্রিজ ভেঙে পড়ে যাবে। বালুখেকোরা ব্রিজের নিচে ও পাশ থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের কারণে ব্রিজটির নিচের পিলার ২০-৩০ ফুটের মতো ভেসে উঠেছে।
জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ব্রিজ থেকে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। কিন্তু আইনের তোয়াক্কা না করেই বালু উত্তোলন অব্যাহত রাখা হয়েছে। এর ফলে যেকোনো সময় ব্রিজটি ভেঙে শত শত গ্রামের মানুষের যাতায়াতব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।
পুটিবিলা ইউপি সদস্য মো. নাছির উদ্দিন জানান, ব্রিজের নিচে ডলুখাল থেকে বালুখেকোরা অবৈধ বালু উত্তোলনের কারণে ব্রিজটি এখন অনেক ঝুঁকিপূর্ণ। তিনি ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানান।
পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজি মুহাম্মদ ইউনুচ জানান, দুই ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতের জন্য এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ব্রিজ। এলাকার কিছু বালুখেকোরা বালু উত্তোলনের কারণে ব্রিজটির বেইজড ২০ ফুটের বেশি দেখা যাচ্ছে। ফলে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।
লোহাগাড়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইফরাদ বিন মুনীর বলেন, `ডলু খালের ওপর ব্রিজ নির্মাণ বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। নতুন ব্রিজ নির্মাণের জন্য তালিকা পাঠানো হয়েছে।'
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও বালুখেকোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকেে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং বহু বালু জব্দ করা হয়েছে। বহু বালুখেকোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ডলুখালের ওপর নির্মিত ব্রিজটির নিচ থেকে কোনো ধরনের বালু উত্তোলন করা যাবে না বলে তিনি জানান।
চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২ মে) দুপুরে তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করে কচুয়া থানা-পুলিশ। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্...
১ ঘণ্টা আগেবরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। হামলায় আহত তিন শিক্ষক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এই অভিযান চালানো হয়। আজ শুক্রবার বিকেলে কোস্ট গা..
১ ঘণ্টা আগেময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
২ ঘণ্টা আগে