Ajker Patrika

সীতাকুণ্ডে ১০ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র খাইরুলের

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৬: ৫৪
খাইরুল ইসলাম। ছবি: সংগৃহীত
খাইরুল ইসলাম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে নিখোঁজ স্কুলছাত্র মো. খাইরুল ইসলামের (১৬) সন্ধান দশ দিনেও মেলেনি। আজ বুধবার সকালে তার মা সেলিনা আক্তার সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

খাইরুল সীতাকুণ্ডের পৌর সদরের ইয়াকুবনগর এলাকার খোকনের ছেলে। সে জাফরনগর অপর্ণা চরণ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

খাইরুলের মা সেলিনা আক্তার বলেন, গত ৩ নভেম্বর সকালে ঘর থেকে বাইরে যায় খাইরুল। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও সে আর বাড়ি ফেরেনি। এই ঘটনার পর আত্মীয়-স্বজনের বাড়িসহ তাঁরা সম্ভাব্য সব স্থানে খাইরুলের খোঁজ করা হয়। সন্ধান না পেয়ে আজ সকালে সাধারণ ডায়েরি করা হয়েছে। কিন্তু নিখোঁজের দশ দিন পেরিয়ে গেলেও এখনো খাইরুলের সন্ধান মেলেনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, নিখোঁজ ছাত্রের সন্ধান পেতে তার মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত