Ajker Patrika

‘পুলিশের গুলিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী মারা যায়নি’ 

কুবি প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২৪, ০১: ১৯
‘পুলিশের গুলিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী মারা যায়নি’ 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হওয়া সংঘর্ষে কেউ মারা যাননি। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি। 

এর আগে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে আহতদের মধ্যে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে। 

কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের মোট ১০ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছিলেন। এর মাঝে ৮ চিকিৎসাগ্রহণ শেষে চলে গেছেন এবং ২ জন ভর্তি আছেন। পুলিশের গুলিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী মারা যায়নি। 

ভর্তি থাকা দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রায়হান আহম্মেদ। 

এ ছাড়া আহত হওয়া অন্যান্যরা হলেন তিন গণমাধ্যমকর্মী সৌরভ সিদ্দিকী, অনন মজুমদার ও আল শাহরিয়ার অন্তুসহ মামুনুর রশীদ, বায়েজিদ, সিয়াম, আব্বাস এবং ফরহাদ কাউসার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত