নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আড়তদারদের পণ্য গুদামের হালনাগাদ তথ্য সংগ্রহ করবে জেলা প্রশাসন। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারির পর তালিকাভুক্ত গুদাম ছাড়া অন্য কোথাও পণ্যের মজুত পাওয়া গেলে সেগুলো জব্দসহ সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। আজ সোমবার দুপুরে আমদানিকারকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ কথা বলেন। দেশে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও মজুত নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এখন থেকে চট্টগ্রামের চাক্তাই, খাতুনগঞ্জ ও পাহাড়তলীতে যেসব গুদাম রয়েছে, সব গুদামের তথ্য নেওয়া হবে। এ তথ্য নিশ্চিত করার জন্য আমরা গণবিজ্ঞপ্তি জারি করব। গণবিজ্ঞপ্তি জারির পর তালিকা ছাড়া কোনো গুদামের মালামাল পাওয়া গেলে সেগুলো সঙ্গে সঙ্গে জব্দ করা হবে।’
আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘শুধু পেঁয়াজ নয়, চিনির ক্ষেত্রেও আমরা সব তথ্য চাইব। সব কাগজে কলমে থাকতে হবে। কাগজপত্রহীন কোনো কিছুই আমরা ছাড় দেব না। গুদামে মালামাল যতই থাকুক না কেন, আমরা সেটির রসিদ চাইব। রসিদ ছাড়া কোনো মালামাল পাওয়া গেলে সেগুলো জব্দ করা হবে। পরে ন্যায্যমূল্যে জব্দ মালামাল জনসাধারণের মাঝে বিক্রি করা হবে।’
ভোক্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘আপনাদেরও একটু ধৈর্য ধারণ করতে হবে। দাম বৃদ্ধি পেয়েছে বলে একসঙ্গে ১০ কেজি কিংবা ৫ কেজি কিনে নিয়ে যাবেন এটি কাম্য নয়। অন্যজনকে সুযোগ করে দিন। তাহলে বাজারে স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে।’ এ সময় ভোক্তা সাধারণকে ১-২ কেজির বেশি পেঁয়াজ কিনে পণ্যের সংকট তৈরি না করার অনুরোধ করেন তিনি।
এর আগে ব্যবসায়ীদের উদ্দেশে প্রতি কেজি পেঁয়াজ ১২০-১২৫ টাকায় বিক্রি করার জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক।

চট্টগ্রামে আড়তদারদের পণ্য গুদামের হালনাগাদ তথ্য সংগ্রহ করবে জেলা প্রশাসন। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারির পর তালিকাভুক্ত গুদাম ছাড়া অন্য কোথাও পণ্যের মজুত পাওয়া গেলে সেগুলো জব্দসহ সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। আজ সোমবার দুপুরে আমদানিকারকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ কথা বলেন। দেশে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও মজুত নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এখন থেকে চট্টগ্রামের চাক্তাই, খাতুনগঞ্জ ও পাহাড়তলীতে যেসব গুদাম রয়েছে, সব গুদামের তথ্য নেওয়া হবে। এ তথ্য নিশ্চিত করার জন্য আমরা গণবিজ্ঞপ্তি জারি করব। গণবিজ্ঞপ্তি জারির পর তালিকা ছাড়া কোনো গুদামের মালামাল পাওয়া গেলে সেগুলো সঙ্গে সঙ্গে জব্দ করা হবে।’
আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘শুধু পেঁয়াজ নয়, চিনির ক্ষেত্রেও আমরা সব তথ্য চাইব। সব কাগজে কলমে থাকতে হবে। কাগজপত্রহীন কোনো কিছুই আমরা ছাড় দেব না। গুদামে মালামাল যতই থাকুক না কেন, আমরা সেটির রসিদ চাইব। রসিদ ছাড়া কোনো মালামাল পাওয়া গেলে সেগুলো জব্দ করা হবে। পরে ন্যায্যমূল্যে জব্দ মালামাল জনসাধারণের মাঝে বিক্রি করা হবে।’
ভোক্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘আপনাদেরও একটু ধৈর্য ধারণ করতে হবে। দাম বৃদ্ধি পেয়েছে বলে একসঙ্গে ১০ কেজি কিংবা ৫ কেজি কিনে নিয়ে যাবেন এটি কাম্য নয়। অন্যজনকে সুযোগ করে দিন। তাহলে বাজারে স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে।’ এ সময় ভোক্তা সাধারণকে ১-২ কেজির বেশি পেঁয়াজ কিনে পণ্যের সংকট তৈরি না করার অনুরোধ করেন তিনি।
এর আগে ব্যবসায়ীদের উদ্দেশে প্রতি কেজি পেঁয়াজ ১২০-১২৫ টাকায় বিক্রি করার জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৩ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে