Ajker Patrika

ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে ৩ মামা-ভাগনের মৃত্যু

প্রতিনিধি, কক্সবাজার
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৮: ৫৫
ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে ৩ মামা-ভাগনের মৃত্যু

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা সদরের দরগাহ পাড়ায় বাড়ির পাশে পাহাড়ি ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে তিন মামা-ভাগনে মারা গেছেন। আজ বুধবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাঁরা তিনজনই দুপুরের দিকে ওই এলাকার নাশি খাল নামের একটি ছড়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।

নিহতরা হলেন, ওই এলাকার মো. শাহাজাহানের ছেলে মো. ওমর ফারুক (২০) ও মো. দেলোয়ার (১৭) এবং তাদের ভাগনে একই এলাকার আবছার কামালের ছেলে মোহাম্মদ মোর্শেদ (১৬)।

ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আলম জানান, তিন যুবক ঢলের পানিতে ভেসে যাওয়ার খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। তাঁরা তিনজনেই মামা-ভাগনে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়ার ৫ ঘণ্টা পর রামুর দমকল বাহিনী ও চট্টগ্রামের ডুবুরি দল দল মরদেহ উদ্ধার করে।

রামু ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া আজকের পত্রিকাকে জানান, দুপুরের দিকে দুই মামা ও এক ভাগনে মাছ ধরতে পাশের ছড়ায় নামেন। এ সময় তাঁদের একজন ছড়ায় ঢলের পানিতে ভেসে যাচ্ছিল। তাঁকে বাঁচানোর জন্য আরও দুজন ঝাঁপিয়ে পড়েন। এতে তিনজনই ঢলের তোড়ে ভেসে গিয়ে মারা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত