ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় রয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইমন কাজী ও তাঁর পরিবার। আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্নভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইমন উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামের দিনমজুর কাজী মনিরুল ইসলাম ও মাসুদা বেগম দম্পতির ছেলে। বাবা দিনমজুর, মা গৃহিণী। থাকেন মামার বাড়িতে।
চলতি শিক্ষাবর্ষে ইমন খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি বলেন, ‘মেডিকেলের ভর্তির সুযোগ পেয়ে খুশি হয়েছি, পাশাপাশি ভর্তির অনিশ্চয়তায় ভুগছি। ভর্তি, বইখাতাসহ আনুষঙ্গিক কাজ এবং পড়াশোনা চালিয়ে যেতে অনেক টাকার দরকার।’
ইমনের মা মাসুদা বেগম বলেন, ‘আমাদের জায়গাজমি নেই। আমার বাবার ভিটায় একটি ভাঙাচোরা একচালা টিনের ঘরে স্বামী-সন্তান নিয়ে কোনোমতে বসবাস করছি। যদি সমাজের হৃদয়বানরা এগিয়ে আসেন, আমার ছেলের স্বপ্ন পূরণ হবে।’
শিদলাই ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, ‘ইমনের পারিবারিক অবস্থা খুবই নাজুক। তবে তাঁর মেডিকেলে ভর্তি ও পড়াশোনার বিষয়ে শিদলাই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’ এ সময় তিনি ইমনের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানান।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ‘আমি জানতে পেরেছি, সে দরিদ্র পরিবারের সন্তান। তার মেডিকেলে ভর্তি ও অন্যান্য বিষয়ে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।’
মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় রয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইমন কাজী ও তাঁর পরিবার। আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্নভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইমন উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামের দিনমজুর কাজী মনিরুল ইসলাম ও মাসুদা বেগম দম্পতির ছেলে। বাবা দিনমজুর, মা গৃহিণী। থাকেন মামার বাড়িতে।
চলতি শিক্ষাবর্ষে ইমন খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি বলেন, ‘মেডিকেলের ভর্তির সুযোগ পেয়ে খুশি হয়েছি, পাশাপাশি ভর্তির অনিশ্চয়তায় ভুগছি। ভর্তি, বইখাতাসহ আনুষঙ্গিক কাজ এবং পড়াশোনা চালিয়ে যেতে অনেক টাকার দরকার।’
ইমনের মা মাসুদা বেগম বলেন, ‘আমাদের জায়গাজমি নেই। আমার বাবার ভিটায় একটি ভাঙাচোরা একচালা টিনের ঘরে স্বামী-সন্তান নিয়ে কোনোমতে বসবাস করছি। যদি সমাজের হৃদয়বানরা এগিয়ে আসেন, আমার ছেলের স্বপ্ন পূরণ হবে।’
শিদলাই ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, ‘ইমনের পারিবারিক অবস্থা খুবই নাজুক। তবে তাঁর মেডিকেলে ভর্তি ও পড়াশোনার বিষয়ে শিদলাই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’ এ সময় তিনি ইমনের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানান।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ‘আমি জানতে পেরেছি, সে দরিদ্র পরিবারের সন্তান। তার মেডিকেলে ভর্তি ও অন্যান্য বিষয়ে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
১ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
১ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে