কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
বাংলাদেশে পাচারের সময় বিজিবি সদস্যদের সামনে পড়ে যাওয়ায়, প্রায় সোয়া চার কেজি আইস ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে সেসব মাদক উদ্ধার করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
আজ সোমবার কক্সবাজার রিজিয়নের নাইট্যংপাড়া বরফকল এলাকা থেকে ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে বিজিবি সদস্যরা। এ সব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
বিজিবি অধিনায়ক মহিউদ্দীন বলেন, ‘গোপন সূত্রে তারা জানতে পারেন সোমবার ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৭ থেকে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ দিকে নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালা বাংলাদেশে পাচার হতে পারে। পরে ব্যাটালিয়ন সদর এবং টেকনাফ বিওপি থেকে দুটি টহলদল ওই এলাকায় গিয়ে কয়েকটি উপদলে ভাগ হয়ে অবস্থান নেয়। ভোরে দুজন ব্যক্তিকে একটি বস্তা হাতে নিয়ে নাফ নদী পার হয়। পরে তারা সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে বেড়িবাঁধের দিকে আসতে থাকে। ওই ব্যক্তিদের চলাচলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাঁদের দিকে এগিয়ে যেতে থাকে। এ সময় টহলদলের উপস্থিতি বুঝতে পেরে তাদের হাতে থাকা প্লাস্টিকের বস্তাটি ফেলে দেয় তারা এবং অন্ধকারের সুযোগে কেওড়া বাগানের ভেতর দিয়ে নাফ নদীতে লাফিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই স্থানে তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তার ভেতর থেকে ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। পরবর্তীতে অভিযান চালানো হলেও কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।’
উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইসগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে উল্লেখ করেন লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
বাংলাদেশে পাচারের সময় বিজিবি সদস্যদের সামনে পড়ে যাওয়ায়, প্রায় সোয়া চার কেজি আইস ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে সেসব মাদক উদ্ধার করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
আজ সোমবার কক্সবাজার রিজিয়নের নাইট্যংপাড়া বরফকল এলাকা থেকে ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে বিজিবি সদস্যরা। এ সব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
বিজিবি অধিনায়ক মহিউদ্দীন বলেন, ‘গোপন সূত্রে তারা জানতে পারেন সোমবার ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৭ থেকে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ দিকে নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালা বাংলাদেশে পাচার হতে পারে। পরে ব্যাটালিয়ন সদর এবং টেকনাফ বিওপি থেকে দুটি টহলদল ওই এলাকায় গিয়ে কয়েকটি উপদলে ভাগ হয়ে অবস্থান নেয়। ভোরে দুজন ব্যক্তিকে একটি বস্তা হাতে নিয়ে নাফ নদী পার হয়। পরে তারা সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে বেড়িবাঁধের দিকে আসতে থাকে। ওই ব্যক্তিদের চলাচলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাঁদের দিকে এগিয়ে যেতে থাকে। এ সময় টহলদলের উপস্থিতি বুঝতে পেরে তাদের হাতে থাকা প্লাস্টিকের বস্তাটি ফেলে দেয় তারা এবং অন্ধকারের সুযোগে কেওড়া বাগানের ভেতর দিয়ে নাফ নদীতে লাফিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই স্থানে তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তার ভেতর থেকে ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। পরবর্তীতে অভিযান চালানো হলেও কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।’
উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইসগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে উল্লেখ করেন লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইটি। বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ যোগে বিজি ১৩৮ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। সেখানকার সময় রাত পৌনে ১০টায় বিমানটি পৌঁছানোর কথা রয়ে
২৭ মিনিট আগেবগুড়ায় বোরো ধান ঘরে তোলা শুরু হয়েছে। কিন্তু একদিকে শ্রমিক–সংকট, অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলে ভালো ফলন হওয়ার পরেও কৃষকের কপালে ঘাম ঝড়ছে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় কৃষি বিভাগ থেকে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে। তাই ধান কাটা ও মাড়াই কাজে বেশি দামেই শ্রমিক নিতে বাধ্য হচ্ছেন কৃষকের
২৮ মিনিট আগেরাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে এক কিশোর (১৪)। আজ শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানসংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেশরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নটি পদ্মা নদীর মধ্যে অবস্থিত। প্রায় সাড়ে ১৭ বর্গকিলোমিটার আয়তনের চরটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। অধিকাংশ বাসিন্দা পদ্মার বুকে মাছ শিকার ও চরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এই চর ঘিরে একটি চক্র সব সময় অবৈধভাবে বালু উত্তোলনে লিপ্ত।
১ ঘণ্টা আগে