নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কবিরাজ হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এইচ এম শফিকুল ইসলাম আজ বুধবার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—চট্টগ্রামে রাউজান উপজেলার মিঠু চৌধুরী (৩৫), সুমন চৌধুরী (৪৩), দেলোয়োর হোসেন (৪৩) ও এরশাদ হোসেন (৩৫)।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সন্দীপ চৌধুরীকে (৫৩) কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় এজাহারনামীয় আসামি মো. ইলিয়াসকে বেকসুর খালাস দেন আদালত।
চট্টগ্রাম জেলা দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার চৌধুরী সাইমুল আজকের পত্রিকাকে বলেন, ২০১৬ সালের ২৫ জুন রাতে রিকশাযোগে বাড়ি ফেরার সময় খুন হন রাউজানের ৫ নম্বর ওয়ার্ডের চিকদাইর গ্রামের বাসিন্দা সুলাল চৌধুরী। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সুলাল চৌধুরীকে কুপিয়ে খুন করে পরে তাঁর লাশ ডোবায় ফেলে গুম করার চেষ্টা করে আসামিরা।
ঘটনার সময় ৫৫ বছর বয়সী সুলাল চৌধুরী স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসা দিতেন। রাউজানে আজাদী বাজারে অভয়া ঔষধালয় নামে তাঁর একটি আয়ুর্বেদিক দোকান ছিল।
ওই ঘটনায় ২৭ জুন নিহতের ছেলে রাউজান থানায় একই উপজেলার বাসিন্দা রিকশাচালক মো. ইলিয়াছকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি রাউজান উপজেলার মিঠু চৌধুরী, সুমন চৌধুরী, দেলোয়োর হোসেন ও এরশাদ হোসেনকে ৩০২ ধারা ও ৫৪ ধারায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
আদালতের অতিরিক্ত পিপি অঞ্জন বিশ্বাস বলেন, মামলার ২০ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় দিল আদালত।
দণ্ডিতদের মধ্যে দেলোয়ার এবং খালাস পাওয়া ইলিয়াস রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। দেলোয়ারকে সাজা মূলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ ছাড়া পলাতক তিনজনের বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
চট্টগ্রামের রাউজান উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কবিরাজ হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এইচ এম শফিকুল ইসলাম আজ বুধবার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—চট্টগ্রামে রাউজান উপজেলার মিঠু চৌধুরী (৩৫), সুমন চৌধুরী (৪৩), দেলোয়োর হোসেন (৪৩) ও এরশাদ হোসেন (৩৫)।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সন্দীপ চৌধুরীকে (৫৩) কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় এজাহারনামীয় আসামি মো. ইলিয়াসকে বেকসুর খালাস দেন আদালত।
চট্টগ্রাম জেলা দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার চৌধুরী সাইমুল আজকের পত্রিকাকে বলেন, ২০১৬ সালের ২৫ জুন রাতে রিকশাযোগে বাড়ি ফেরার সময় খুন হন রাউজানের ৫ নম্বর ওয়ার্ডের চিকদাইর গ্রামের বাসিন্দা সুলাল চৌধুরী। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সুলাল চৌধুরীকে কুপিয়ে খুন করে পরে তাঁর লাশ ডোবায় ফেলে গুম করার চেষ্টা করে আসামিরা।
ঘটনার সময় ৫৫ বছর বয়সী সুলাল চৌধুরী স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসা দিতেন। রাউজানে আজাদী বাজারে অভয়া ঔষধালয় নামে তাঁর একটি আয়ুর্বেদিক দোকান ছিল।
ওই ঘটনায় ২৭ জুন নিহতের ছেলে রাউজান থানায় একই উপজেলার বাসিন্দা রিকশাচালক মো. ইলিয়াছকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি রাউজান উপজেলার মিঠু চৌধুরী, সুমন চৌধুরী, দেলোয়োর হোসেন ও এরশাদ হোসেনকে ৩০২ ধারা ও ৫৪ ধারায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
আদালতের অতিরিক্ত পিপি অঞ্জন বিশ্বাস বলেন, মামলার ২০ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় দিল আদালত।
দণ্ডিতদের মধ্যে দেলোয়ার এবং খালাস পাওয়া ইলিয়াস রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। দেলোয়ারকে সাজা মূলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ ছাড়া পলাতক তিনজনের বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৫ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৫ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৮ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৯ ঘণ্টা আগে