হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় মিজানুর রহমান (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার চরকিং ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
নিহত মিজানুর রহমান ওই এলাকার মোস্তাফিজুর রহমান চৌকিদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টরচালক ছিলেন। গতকাল শনিবার রাত ১২টার দিকে চরকিং ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মধ্য বোয়ালিয়া হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁর ওপর হামলা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের মা-বাবা নেই। বাড়িতে আপন ভাই দুজন এবং একজন সৎভাই রয়েছেন। ট্রাক্টর দিয়ে মানুষের জমি চাষ করে জীবিকা নির্বাহ করতেন। গতকাল শনিবার রাতে বোয়ালিয়া হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় মিজানকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করে বলেছেন, ট্রাক্টর চালানো ও জমি নিয়ে মিজানের সঙ্গে কিছু লোকের বিরোধ ছিল। এর জেরেই এ ঘটনা ঘটে থাকতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস আজকের পত্রিকাকে বলেন, নিহতের মাথা ও শরীরে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর হাতিয়ায় মিজানুর রহমান (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার চরকিং ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
নিহত মিজানুর রহমান ওই এলাকার মোস্তাফিজুর রহমান চৌকিদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টরচালক ছিলেন। গতকাল শনিবার রাত ১২টার দিকে চরকিং ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মধ্য বোয়ালিয়া হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁর ওপর হামলা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের মা-বাবা নেই। বাড়িতে আপন ভাই দুজন এবং একজন সৎভাই রয়েছেন। ট্রাক্টর দিয়ে মানুষের জমি চাষ করে জীবিকা নির্বাহ করতেন। গতকাল শনিবার রাতে বোয়ালিয়া হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় মিজানকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করে বলেছেন, ট্রাক্টর চালানো ও জমি নিয়ে মিজানের সঙ্গে কিছু লোকের বিরোধ ছিল। এর জেরেই এ ঘটনা ঘটে থাকতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস আজকের পত্রিকাকে বলেন, নিহতের মাথা ও শরীরে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৫ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৫ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১১ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৪ মিনিট আগে