Ajker Patrika

চট্টগ্রামে টাকা ও চেক নিয়ে দোকান কর্মচারী লাপাত্তা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৪৭
চট্টগ্রামে টাকা ও চেক নিয়ে দোকান কর্মচারী লাপাত্তা, গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীতে দোকানমালিকের নগদ ১০ লাখ টাকা ও ব্যাংকের দুটি চেক নিয়ে পালানোর ঘটনায় ওই দোকানের এক কর্মচারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বাসিন্দা এমরানুল হক (২৪) এবং কক্সবাজার চকরিয়া উপজেলার বাসিন্দা মোক্তার আহমদ ওরফে রানা বৈদ্য (৪৭)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন টেরিবাজারের একটি দোকানের কর্মচারী এমরানুল হক দোকানের মালামাল লেনদেন বাবদ নগদ ৯ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা ও ১ লাখ ৬২ হাজার টাকার দুটি চেক ব্যাংকে জমাদানের উদ্দেশে বেরিয়ে লাপাত্তা হন।’

এ ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় এমরানুলকে আসামি করে একটি মামলা করেন দোকানমালিক। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে সাড়ে ৯ লাখ টাকা ও চেক দুটি উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত