কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, ‘আনোয়ারা-কর্ণফুলীর মানুষের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি আমি। কে, কী হয়েছেন। কোন পদ পেয়েছেন, সে বিষয় দেখার দায়িত্ব আমার নয়। স্পষ্টভাবে বলতে চাই সাংবিধানিকভাবে আমি নির্বাচিত প্রতিনিধি। আমার এলাকায় কোনো দ্বৈতশাসন চলবে না।’
এমপি জাবেদ আরও বলেন, ‘এলাকার প্রশাসনকে আমি দিকনির্দেশনা দেব। এলাকায় কোনো রাজনৈতিক কর্মসূচি করতে হলে এক সপ্তাহ আগে পুলিশ প্রশাসন থেকে অনুমতি নিতে হবে আয়োজকদের। অনুমতি না নিয়ে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না।’
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বিভিন্ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
এমপি জাবেদ বলেন, ‘মাদক ব্যবসা, ভূমি দস্যুতার সঙ্গে জড়িত, থানায় হামলা ও থানায় দালালি করত যারা, তারা রাজনীতি থেকে দূরে ছিল। সেসব লোক আবারও মাঠে ফিরেছে। তারা যেন কোনো অপকর্ম করতে না পারে সেদিকেও সতর্ক থাকতে হবে।’
কখনো অন্যায়কারীকে আশ্রয় দেননি বলে দাবি করেছেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, ‘এলাকায় মানুষ এত দিন শান্তিতে ছিল। আনোয়ারা-কর্ণফুলীর মানুষের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি আমি। জনগণকে কীভাবে শান্তিতে রাখতে হয় সেই বিষয় দেখার দায়িত্ব আমার। কে, কী হয়েছেন। কোন পদ পেয়েছেন, সে বিষয় দেখার দায়িত্ব আমার নয়। আমি স্পষ্টভাবে বলতে চাই—সাংবিধানিকভাবে আমি নির্বাচিত প্রতিনিধি। আমার এলাকায় কোনো দ্বৈতশাসন চলবে না।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাছেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান নোয়াব আলী, সুগ্রীব মজুমদার দোলন, চেয়ারম্যান আমিন শরিফ, এম এ কাইয়ূম শাহ্, অসীম কুমার দেব, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, কলিম উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, উপজেলা আওয়ামী লীগের সদস্য রিদ্ওয়ানুল করিম চৌধুরী সায়েম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, ‘আনোয়ারা-কর্ণফুলীর মানুষের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি আমি। কে, কী হয়েছেন। কোন পদ পেয়েছেন, সে বিষয় দেখার দায়িত্ব আমার নয়। স্পষ্টভাবে বলতে চাই সাংবিধানিকভাবে আমি নির্বাচিত প্রতিনিধি। আমার এলাকায় কোনো দ্বৈতশাসন চলবে না।’
এমপি জাবেদ আরও বলেন, ‘এলাকার প্রশাসনকে আমি দিকনির্দেশনা দেব। এলাকায় কোনো রাজনৈতিক কর্মসূচি করতে হলে এক সপ্তাহ আগে পুলিশ প্রশাসন থেকে অনুমতি নিতে হবে আয়োজকদের। অনুমতি না নিয়ে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না।’
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বিভিন্ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
এমপি জাবেদ বলেন, ‘মাদক ব্যবসা, ভূমি দস্যুতার সঙ্গে জড়িত, থানায় হামলা ও থানায় দালালি করত যারা, তারা রাজনীতি থেকে দূরে ছিল। সেসব লোক আবারও মাঠে ফিরেছে। তারা যেন কোনো অপকর্ম করতে না পারে সেদিকেও সতর্ক থাকতে হবে।’
কখনো অন্যায়কারীকে আশ্রয় দেননি বলে দাবি করেছেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, ‘এলাকায় মানুষ এত দিন শান্তিতে ছিল। আনোয়ারা-কর্ণফুলীর মানুষের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি আমি। জনগণকে কীভাবে শান্তিতে রাখতে হয় সেই বিষয় দেখার দায়িত্ব আমার। কে, কী হয়েছেন। কোন পদ পেয়েছেন, সে বিষয় দেখার দায়িত্ব আমার নয়। আমি স্পষ্টভাবে বলতে চাই—সাংবিধানিকভাবে আমি নির্বাচিত প্রতিনিধি। আমার এলাকায় কোনো দ্বৈতশাসন চলবে না।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাছেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান নোয়াব আলী, সুগ্রীব মজুমদার দোলন, চেয়ারম্যান আমিন শরিফ, এম এ কাইয়ূম শাহ্, অসীম কুমার দেব, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, কলিম উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, উপজেলা আওয়ামী লীগের সদস্য রিদ্ওয়ানুল করিম চৌধুরী সায়েম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৪ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩২ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৭ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪১ মিনিট আগে