চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে মো. হাসানুর রশিদ মানিক নামের এক যুবকের লাশ মিলল নদীতে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের কইন্যারকুম এলাকায় মাতামুহুরী নদী থেকে লাশ উদ্ধার করে নৌপুলিশ।
নিহত যুবকের বাড়ি উপজেলার সাহারবিল ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া এলাকায়। বাবার নাম জসিম উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১২টার দিকে সাহারবিল স্টেশনে স্থানীয় কিছু ব্যক্তি কথা বলার অজুহাতে তাঁকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। একটি মোবাইল নম্বর থেকে কল করে মানিককে অপহরণ করেছেন বলে জানানো হয়। অপহরণের অভিযোগ তুলে গতকাল মঙ্গলবার চকরিয়া থানায় লিখিত দেন জসিম উদ্দিন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএমচর ইউনিয়নের কইন্যারকুম এলাকায় মাতামুহুরী নদীতে একটি লাশ ভাসছিল। খবর পেয়ে বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল লাশটি উদ্ধার করে। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত যুবকের বাবা জসিম উদ্দিন বলেন, তাঁর ছেলে মানিক সোমবার রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর উপজেলার সাহারবিল স্টেশন থেকে মহিউদ্দিন, মোর্শেদসহ কয়েকজন কথা বলার অজুহাতে তাঁকে অপহরণ করে নিয়ে যান। পরদিন থানায় লিখিত অভিযোগ দিয়েছি। মূলত টাকাসংক্রান্ত একটি ঝামেলা নিয়ে আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুফর চন্দ্র সিংহ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের শরীরে বা পশ্চাদ্দেশে একটি জখমের চিহ্ন ছাড়া কোথাও জখম দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’
এ বিষয়ে বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, ‘মাতামুহুরী নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবার এসে তাঁর লাশ শনাক্ত করে।’
কক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে মো. হাসানুর রশিদ মানিক নামের এক যুবকের লাশ মিলল নদীতে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের কইন্যারকুম এলাকায় মাতামুহুরী নদী থেকে লাশ উদ্ধার করে নৌপুলিশ।
নিহত যুবকের বাড়ি উপজেলার সাহারবিল ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া এলাকায়। বাবার নাম জসিম উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১২টার দিকে সাহারবিল স্টেশনে স্থানীয় কিছু ব্যক্তি কথা বলার অজুহাতে তাঁকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। একটি মোবাইল নম্বর থেকে কল করে মানিককে অপহরণ করেছেন বলে জানানো হয়। অপহরণের অভিযোগ তুলে গতকাল মঙ্গলবার চকরিয়া থানায় লিখিত দেন জসিম উদ্দিন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএমচর ইউনিয়নের কইন্যারকুম এলাকায় মাতামুহুরী নদীতে একটি লাশ ভাসছিল। খবর পেয়ে বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল লাশটি উদ্ধার করে। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত যুবকের বাবা জসিম উদ্দিন বলেন, তাঁর ছেলে মানিক সোমবার রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর উপজেলার সাহারবিল স্টেশন থেকে মহিউদ্দিন, মোর্শেদসহ কয়েকজন কথা বলার অজুহাতে তাঁকে অপহরণ করে নিয়ে যান। পরদিন থানায় লিখিত অভিযোগ দিয়েছি। মূলত টাকাসংক্রান্ত একটি ঝামেলা নিয়ে আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুফর চন্দ্র সিংহ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের শরীরে বা পশ্চাদ্দেশে একটি জখমের চিহ্ন ছাড়া কোথাও জখম দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’
এ বিষয়ে বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, ‘মাতামুহুরী নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবার এসে তাঁর লাশ শনাক্ত করে।’
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৬ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৩ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৪০ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে