Ajker Patrika

চাঁদপুর থেকে ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ

প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুর থেকে ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ

চাঁদপুরের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার সকাল থেকে চাঁদপুর সদরের চাঁদখার বাজার এলাকায় বাস দুর্ঘটনায় গুরুতর আহত শ্রমিকের বিনা চিকিৎসায় মারা যাওয়া এবং চাঁদপুর পৌর বাস টার্মিনালে অবকাঠামো সমস্যাসহ বিভিন্ন ঘটনার প্রতিবাদ ও দাবি-দাওয়া আদায়ে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু করেছে বাস চালক শ্রমিকেরা। 

আজ সোমবার ভোর ৫টা থেকে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। এই সুযোগে সিএনজি, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহনের ভাড়া বাড়িয়ে দিয়েছে চালকেরা। সমস্যা সমাধানে বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেছেন পুলিশ প্রশাসন। 

চাঁদপুরের সঙ্গে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধএদিকে বিক্ষুব্ধ বাস চালক শ্রমিকেরা চাঁদপুর পৌর টার্মিনালে অবস্থিত মালিক সমিতি ও শ্রমিক সমিতির কার্যালয়ে আসবাবপত্র ভাঙচুর করেছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে বাস টার্মিনাল এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত