Ajker Patrika

চট্টগ্রামে ভেজাল মসলা তৈরির অভিযোগে কারখানার মালিকসহ আটক ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৪ মে ২০২৩, ১৫: ৫১
চট্টগ্রামে ভেজাল মসলা তৈরির অভিযোগে কারখানার মালিকসহ আটক ১০

চট্টগ্রাম নগরীতে ভেজাল মসলা তৈরি করে বাজারজাতের অভিযোগে কারখানা মালিকসহ ১০ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় ১৫ মণের বেশি ভেজাল মসলা, রং ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকায় অবস্থিত জসিমের ক্রাসিং মিল নামের একটি কারখানায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গতকাল বুধবার র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

আটককৃতরা হলেন কারখানা মালিক মো. জসিম উদ্দিন (৪০), কর্মচারী শরীফ হোসেন (৪০), মো. আলাউদ্দিন (৩৬), মো. জিলানী (২০), মো. সুজন (১৯), মো. সাইদুল (২০), আবদুল কাদের (৩৮), মো. সজল (৪৩), দেলোয়ার হোসেন (৪৮) ও কামরুল হাসান (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তা নুরুল আবছার জানান, অভিযানে কারখানাটিতে তল্লাশি চালিয়ে ভেজাল রং মেশানো প্রায় ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এবং ১২ কেজি ভেজাল রং ও রাসায়নিক পদার্থ জব্দ করা হয়। অভিযুক্তরা বিভিন্ন রং ও রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরির পর এগুলো চট্টগ্রামের বিভিন্ন বাজারে পাইকারি বিক্রি করে আসছিলেন। তাঁদের আটকের পর বাকলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত