Ajker Patrika

দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্যও প্রস্তুত থাকতে হবে: হাসান আরিফ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৮: ৫২
দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্যও প্রস্তুত থাকতে হবে: হাসান আরিফ

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘আমাদের ত্রাণের কোনো সমস্যা নেই। আমরা এখন দুর্যোগে আছি, এর পরবর্তী সময়টা মোকাবিলার জন্যও আমাদের প্রস্তুত থাকতে হবে।’

আজ শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন এ এফ হাসান আরিফ।

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের অতিবৃষ্টির দেশ হলেও এমন বন্যা আগে কখনো দেখিনি। পাহাড়ি ঢল বা বিভিন্ন কারণে যে বন্যা হয়েছে, তা অভাবনীয়। এ সমস্যা মোকাবিলায় ছাত্র-জনতা এগিয়ে এসেছে।’

এর আগে এ এফ হাসান আরিফ চৌদ্দগ্রাম উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং সরকারি ত্রাণ বিতরণসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুর রহমান, স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপপরিচালক গোলাম কিবরিয়া, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহমত উল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত