কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরির আড়ালে অস্ত্র সরবরাহের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দুর্গম পাহাড়ি এলাকায় তৈরি আগ্নেয়াস্ত্র এনে রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে সরবরাহ করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
গতকাল সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের বাঁকখালী নদীসংলগ্ন ৬ নম্বর জেটিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম—মো. আরিফ উল্লাহ। তিনি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার বাসিন্দা।
আরিফ বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মী হিসেবে উখিয়া উপজেলার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মহেশখালী থেকে অস্ত্রের চালান আসার খবর পেয়ে ৬ নম্বর জেটিতে পুলিশের একটি দল অবস্থান নেয়। সোমবার সন্ধ্যায় কাঁধে ব্যাগ বহন করা সন্দেহজন এক যুবককে ঘিরে ফেলা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিফ উল্লাহ দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে ধাওয়া দিয়ে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তাঁর ব্যাগ তল্লাশি করে দুটি বন্দুক জব্দ করা হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ বেসরকারি সংস্থা ব্র্যাকে চাকরির আড়ালে ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্রের চালান জোগান দিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন। এর আগে বেশ কয়েকটি অস্ত্রের চালান রোহিঙ্গা সন্ত্রাসীদের সরবরাহ করেছেন তিনি।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র তৈরির কারখানা থেকে এসব অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন আরিফ। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।’
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরির আড়ালে অস্ত্র সরবরাহের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দুর্গম পাহাড়ি এলাকায় তৈরি আগ্নেয়াস্ত্র এনে রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে সরবরাহ করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
গতকাল সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের বাঁকখালী নদীসংলগ্ন ৬ নম্বর জেটিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম—মো. আরিফ উল্লাহ। তিনি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার বাসিন্দা।
আরিফ বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মী হিসেবে উখিয়া উপজেলার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মহেশখালী থেকে অস্ত্রের চালান আসার খবর পেয়ে ৬ নম্বর জেটিতে পুলিশের একটি দল অবস্থান নেয়। সোমবার সন্ধ্যায় কাঁধে ব্যাগ বহন করা সন্দেহজন এক যুবককে ঘিরে ফেলা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিফ উল্লাহ দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে ধাওয়া দিয়ে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তাঁর ব্যাগ তল্লাশি করে দুটি বন্দুক জব্দ করা হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ বেসরকারি সংস্থা ব্র্যাকে চাকরির আড়ালে ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্রের চালান জোগান দিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন। এর আগে বেশ কয়েকটি অস্ত্রের চালান রোহিঙ্গা সন্ত্রাসীদের সরবরাহ করেছেন তিনি।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র তৈরির কারখানা থেকে এসব অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন আরিফ। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।’
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১২ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৩ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩১ মিনিট আগে