Ajker Patrika

জোয়ারের ধাক্কায় ধসে গেছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের একাংশ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৮: ৪১
জোয়ারের ধাক্কায় ধসে গেছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের একাংশ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে এখনো উত্তাল বঙ্গোপসাগর। সমুদ্রের জোয়ারের প্রবল ধাক্কায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দুই অংশ ধসে গেছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে জোয়ারের প্রবল ঢেউয়ের আঘাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া শ্মাশান এলাকায় মেরিন ড্রাইভের দুইটি অংশে একপাশ ধসে গেছে।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ধস।টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘সিত্রাংয়ের প্রভাবে সামুদ্রিক জোয়ার স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় আছড়ে পড়েছে। এতে সেখানে সড়কের দুই অংশে ১০ থেকে ১৫ ফুট অংশ ধসে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ধস।এদিকে জোয়ারের ধাক্কায় এ সড়কের হিমছড়ি, পাটুয়ারটেক ও বাহারছড়া এলাকায়ও ক্ষতি হয়েছে।

কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত ৮৪ কিলোমিটার এ সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত