চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি প্রকল্পের ৮২ বস্তা চাল বিতরণ না করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখায় ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন মামলাটি রেকর্ড করেন।
আজ মঙ্গলবার দুদক চাঁদপুর কার্যালয় থেকে এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, উপজেলার ১০ নম্বর গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য বরাদ্দকৃত চাল ডিওর মাধ্যমে উত্তোলন করা হয়। কিন্তু ওই সব চাল সুবিধাভোগীদের মধ্যে বিতরণ না করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখেন অভিযুক্তরা। এতে তাঁরা বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পরের সহযোগিতায় ৮২ বস্তা বা ২৪৬০ কেজি চাল (আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার ৩০০ টাকা) আত্মসাৎ করেন।
এমন অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু (৬০), ইউপি সদস্য আমির মুন্সি (৫০), ইউনিয়নের বাসিন্দা আবুল খায়ের কালু (৬০) ও মো. জাহাঙ্গীর হোসেনের (৫৫) বিরুদ্ধে কমিশনের অনুমোদনক্রমে মামলা দায়ের করা হয়।
এর আগে ২৪ জুন সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত যৌথভাবে ইউনিয়নের দেশগাঁও গ্রামের মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালান। এ সময় আব্দুল মমিন নামে এক ব্যক্তির বসতঘর থেকে সরকারি ২২ বস্তা চাল, আটটি খালি চালের বস্তা ও জাহাঙ্গীর হোসেনের বসতঘর থেকে সরকারি ৬১ বস্তা চাল উদ্ধার করা হয়।
চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি প্রকল্পের ৮২ বস্তা চাল বিতরণ না করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখায় ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন মামলাটি রেকর্ড করেন।
আজ মঙ্গলবার দুদক চাঁদপুর কার্যালয় থেকে এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, উপজেলার ১০ নম্বর গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য বরাদ্দকৃত চাল ডিওর মাধ্যমে উত্তোলন করা হয়। কিন্তু ওই সব চাল সুবিধাভোগীদের মধ্যে বিতরণ না করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখেন অভিযুক্তরা। এতে তাঁরা বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পরের সহযোগিতায় ৮২ বস্তা বা ২৪৬০ কেজি চাল (আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার ৩০০ টাকা) আত্মসাৎ করেন।
এমন অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু (৬০), ইউপি সদস্য আমির মুন্সি (৫০), ইউনিয়নের বাসিন্দা আবুল খায়ের কালু (৬০) ও মো. জাহাঙ্গীর হোসেনের (৫৫) বিরুদ্ধে কমিশনের অনুমোদনক্রমে মামলা দায়ের করা হয়।
এর আগে ২৪ জুন সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত যৌথভাবে ইউনিয়নের দেশগাঁও গ্রামের মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালান। এ সময় আব্দুল মমিন নামে এক ব্যক্তির বসতঘর থেকে সরকারি ২২ বস্তা চাল, আটটি খালি চালের বস্তা ও জাহাঙ্গীর হোসেনের বসতঘর থেকে সরকারি ৬১ বস্তা চাল উদ্ধার করা হয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৪ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১০ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১২ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১৩ মিনিট আগে