Ajker Patrika

রাঙামাটিতে পাহাড়ি ঢাবিয়ানদের মিলনমেলা

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০: ০২
রাঙামাটিতে পাহাড়ি ঢাবিয়ানদের মিলনমেলা

আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, সংসদ সদস্য দীপংকর তালুকদার ও সাবেক জজ বর্তমান বিএনপি কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তাঁরা ভিন্ন রাজনীতির সঙ্গে জড়িত। ভিন্নমতের কথা বলেন। একসঙ্গে দেখা যায় না তাঁদের সহজেই। 

আজ শুক্রবার রাঙামাটির বার্গী লেক ভেলিতে প্রথমবারের মতো পাহাড়ি ঢাবিয়ান পুনর্মিলনীতে এক মঞ্চে বসলেন তাঁরা। 

পুরো অনুষ্ঠানে ছিল না কোনো রাজনৈতিক বক্তব্য। ছিল আনন্দ আয়োজন। এর মধ্যে ছিল আলোচনা, স্মৃতিচারণা, নাচ, গান, খেলাধুলা ও সিনিয়র ঢাবিয়ানদের ক্রেস্ট প্রদান। অনুষ্ঠানে পাহাড়ের বিশিষ্টজনদের বিশ্ববিদ্যালয় জীবনে স্মৃতিচারণা শুনতে যেন সবাই ছিলেন শ্রোতা। 

খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা বলেন, ‘জীবনে এ ধরনের একটি মিলনমেলার দেখার অপেক্ষায় এত দিন ছিলেন। এ মিলনমেলা আমাকে ধন্য করেছে। এ বয়সে এসে এই অনুষ্ঠানে যোগ দিতে পারাটা সত্যিই সৌভাগ্যের।’ 

পাহাড়ি নারীদের মধ্য সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা আরতি চাকমা বলেন, ‘এ বয়সে এসে এ তারকার মিলন দেখে নিজেকে ধন্য মনে করছি। এটি আগামী প্রজন্মের অনুপ্রেরণা হবে।’ 

স্মৃতিচারণা করতে গিয়ে সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করার সময় একদিন মারামারিতে লিপ্ত হই। পাল্টা হামলার ভয়ে আতঙ্কে থাকতাম। তখন আমার পাহাড়ি ঢাবিয়ানরা আমার পাশে ছিল। এরা ছিল বলে আমার মনোবল বাড়ে। পরে দেখি আমাকে সবাই সমীহ করে চলে।’ 

এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কবুতর উড়িয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা থেকে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পাহাড়ি ঢাবিয়ানরা যোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত