Ajker Patrika

ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালন করবে ছাত্র-স্বেচ্ছাসেবকেরা

 কুমিল্লা প্রতিনিধি 
কুমিল্লায় ট্রাফিকিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা ছাত্র-স্বেচ্ছাসেবকেরা। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লায় ট্রাফিকিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা ছাত্র-স্বেচ্ছাসেবকেরা। ছবি: আজকের পত্রিকা

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ১০৫ কিলোমিটার এলাকায় দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাসেবী, ছাত্রপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং ও রোভার স্কাউটের সদস্যরা। আজ রোববার মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকার একটি হোটেলে ট্রাফিকিং বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা হাইওয়ের রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। বিশেষ অতিথি কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান, জেলা রোভার স্কাউট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিটন ও বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক ফারুক আলম।

এ সময় বক্তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন ও যানজটমুক্ত। সেই লক্ষ্যে যানজট প্রবণ ১২টি পয়েন্টে স্থানীয় প্রশাসন, ছাত্রপ্রতিনিধি, বাস মালিক সমিতির প্রতিনিধি, থ্রি হুইলার মালিক সমিতির প্রতিনিধি, স্কাউট, স্বেচ্ছাসেবী সহযোগে বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে।

তাদের নেতৃত্বে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ মনিটরিং টিম ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত সার্বক্ষণিক মহাসড়কে যানজট নিরসনে কাজ করবেন।

কুমিল্লা জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, বিআরটিএ ও রোভার স্কাউট কর্মশালাটির আয়োজন করে। এতে স্বেচ্ছাসেবী, ছাত্রপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, আনসার, রোভার স্কাউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আড়াই শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত