কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলায় চাচির অনৈতিক সম্পর্কের দৃশ্য দেখে ফেলায় হত্যা করা হয় শিশু সায়মনকে (৭)। এ ঘটনায় গতকাল শনিবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৬ আগস্ট তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের খোরশেদা আক্তার তাঁর শিশুসন্তান সায়মনকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করেন। পরে ১৯ অক্টোবর কলাকান্দি বালুর মাঠের কাশবনে ঝোপের মধ্যে শিশু সায়মনের অর্ধগলিত লাশ পাওয়া যায়।
এ ঘটনায় ২০ আগস্ট থানায় মামলা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ হত্যার সঙ্গে জড়িত ঘাতক মো. বিল্লাল পাঠানকে (৪২) শনিবার রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার আরও জানান, শিশু সায়মনের হত্যা মামলার আসামি শেফালির স্বামী জামাল মিয়া একজন প্রবাসী। এ সুযোগে শেফালির সঙ্গে বিল্লাল পাঠানের সম্পর্ক গড়ে ওঠে। শেফালি সম্পর্কে বিল্লাল পাঠানের জেঠস (স্ত্রীর বড় বোন)। ১৬ আগস্ট বিকেলে শিশু সায়মন বিল্লাল পাঠান ও শেফালিকে একসঙ্গে দেখে ফেলে। এ সময় সায়মন বলে যে ‘দেইখা ফালাইছি, হগলরে কইয়া দিমু।’ এতে বিল্লাল আতঙ্কিত হয়ে সায়মনের গলা ও মুখ চেপে ধরেন। পরে ঘটনা যেন কেউ জানতে না পারে সে জন্য ছুরিকাঘাতে সায়মনকে হত্যা করেন।
প্রথমে তাঁরা প্লাস্টিকের বস্তায় সায়মনের লাশ ঢুকিয়ে খাটের নিচে রেখে দেয়। রাত ১২টার পর বাড়ির পাশে বালুর মাঠে কাঁশবনের ঝোঁপের মধ্যে বস্তাবন্দী লাশ ফেলে আসে। লাশ যাতে দ্রুত পঁচে যায় সেজন্য মুখসহ সারা শরীরে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়।
এর আগে শেফালি আক্তারকে ঘটনার চার দিন পর ২০ আগস্ট ডিবির তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, মো. নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া প্রমুখ।
কুমিল্লার তিতাস উপজেলায় চাচির অনৈতিক সম্পর্কের দৃশ্য দেখে ফেলায় হত্যা করা হয় শিশু সায়মনকে (৭)। এ ঘটনায় গতকাল শনিবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৬ আগস্ট তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের খোরশেদা আক্তার তাঁর শিশুসন্তান সায়মনকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করেন। পরে ১৯ অক্টোবর কলাকান্দি বালুর মাঠের কাশবনে ঝোপের মধ্যে শিশু সায়মনের অর্ধগলিত লাশ পাওয়া যায়।
এ ঘটনায় ২০ আগস্ট থানায় মামলা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ হত্যার সঙ্গে জড়িত ঘাতক মো. বিল্লাল পাঠানকে (৪২) শনিবার রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার আরও জানান, শিশু সায়মনের হত্যা মামলার আসামি শেফালির স্বামী জামাল মিয়া একজন প্রবাসী। এ সুযোগে শেফালির সঙ্গে বিল্লাল পাঠানের সম্পর্ক গড়ে ওঠে। শেফালি সম্পর্কে বিল্লাল পাঠানের জেঠস (স্ত্রীর বড় বোন)। ১৬ আগস্ট বিকেলে শিশু সায়মন বিল্লাল পাঠান ও শেফালিকে একসঙ্গে দেখে ফেলে। এ সময় সায়মন বলে যে ‘দেইখা ফালাইছি, হগলরে কইয়া দিমু।’ এতে বিল্লাল আতঙ্কিত হয়ে সায়মনের গলা ও মুখ চেপে ধরেন। পরে ঘটনা যেন কেউ জানতে না পারে সে জন্য ছুরিকাঘাতে সায়মনকে হত্যা করেন।
প্রথমে তাঁরা প্লাস্টিকের বস্তায় সায়মনের লাশ ঢুকিয়ে খাটের নিচে রেখে দেয়। রাত ১২টার পর বাড়ির পাশে বালুর মাঠে কাঁশবনের ঝোঁপের মধ্যে বস্তাবন্দী লাশ ফেলে আসে। লাশ যাতে দ্রুত পঁচে যায় সেজন্য মুখসহ সারা শরীরে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়।
এর আগে শেফালি আক্তারকে ঘটনার চার দিন পর ২০ আগস্ট ডিবির তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, মো. নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
৩ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১০ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১৬ মিনিট আগে