Ajker Patrika

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ২ 

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ২ 

চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে পিকআপ এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ইয়াছিন প্রকাশ বাঁচা (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ সোমবার সকালে তার মৃত্যু হয়। এর আগে গতকাল রোববার রাতে ভূজপুর থানার বাইপাস সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আর দুজন আহত হয়েছেন। নিহত মোহাম্মদ ইয়াছিন প্রকাশ বাঁচা ভুজপুর ইউনিয়নের পশ্চিম ভুজপুর মাওলানা জালাল উদ্দিনের বাড়ির বাসিন্দা মো. মাহফুজের ছেলে।

আহতরা হলেন, মো. আবদুর রাজ্জাক (১৭) ও মুহাম্মদ আবদুল মজিদ (১৮)। তাঁরাও পশ্চিম ভুজপুরের মাওলানা জালালের বাড়ির বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূজপুর থানার দক্ষিণে বাইপাস সড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ইয়াছিনের মৃত্যু হয়। অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক। 

চমেক হাসপাতাল সূত্র জানান, গুরুতর আহতদের মধ্যে একজন আজ সকালে মার গেছে। বাকি দুজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, আমরা ঘটনাস্থল থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছি। এ সময় পিকআপসহ চালক পালিয়ে গেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত