Ajker Patrika

কুমিল্লায় ডাকাতিকালে গৃহবধূকে হত্যা, ৬ জনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ডাকাতিকালে গৃহবধূকে হত্যা, ৬ জনের যাবজ্জীবন

কুমিল্লার দাউদকান্দিকে ডাকাতির সময় গৃহবধূ শাহনাজ বেগম হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার কুমিল্লা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ এর বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত ৬ আসামির মধ্যে পাঁচজনই উপস্থিত ছিলেন। প্রধান আসামি মো. কাউসার জামিনে গিয়ে পলাতক রয়েছে। সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, জাহাঙ্গীর, শফিকুল বাশার, আক্তার, লাল চান ও মহসিন।

গৃহবধূ শাহনাজ বেগম চান্দিনা উপজেলার সবদুলপুর গ্রামে মৃত আনু মিয়ার ছেলে ফারুক মিয়ার স্ত্রী। তারা দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে থাকতেন। 

আদালত সূত্রে জানায়, ২০০৭ সালের ১ নভেম্বর রাতে উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় ডাকাতদল শাহনাজ বেগমের বাসায় হানা দেয়। মূল্যবান মালপত্র ডাকাতি করার সময় শাহনাজের হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনার পরদিন নিহতের বাবা সৈয়দ আহমদ সরকার বাদী হয়ে দাউদকান্দি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

মামলায় বাদী পক্ষের আইনজীবী আহমদ তাইফুর আলম জানান, রায় ঘোষণার সময় ছয় আসামির মধ্যে পাঁচজনই উপস্থিত ছিলেন। মামলার প্রদান আসামি মো. কাউসার জামিনে গিয়ে পলাতক রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত