Ajker Patrika

কক্সবাজার-মহেশখালী রুটে পরীক্ষামূলক সি-ট্রাক চালু

কক্সবাজার ও কুতুবদিয়া প্রতিনিধি
কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সি-ট্রাক। ছবি: সংগৃহীত
কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সি-ট্রাক। ছবি: সংগৃহীত

কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চালু হয়েছে। ‘ভাষাসৈনিক আবদুল জব্বার’ নামের সি-ট্রাকটি আজ শুক্রবার দুপুরে চালু করা হয়। ২৫০ জন যাত্রী ধারণক্ষমতার এই সি-ট্রাক চলাচলের জন্য মহেশখালী ঘাটে পন্টুন বসানো হয়েছে।

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাটের পন্টুন থেকে সি-ট্রাকটির পরীক্ষামূলক চলাচল শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর) এ কে এম আরিফ উদ্দিন, যুগ্ম পরিচালক সবুর খান, উপপরিচালক (চট্টগ্রাম দপ্তর) মো. কামরুজ্জামান, সহকারী পরিচালক মো. খায়রুজ্জামান প্রমুখ।

বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, ২৫ এপ্রিল থেকে এই রুটে নিয়মিত যাতায়াত করবে সি-ট্রাকটি। এতে যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ হতে পারে সর্বোচ্চ ৪০ টাকা। জোয়ারের সময় সি-ট্রাক চালু করে সফলতা পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ১০ কিলোমিটার সাগর চ্যানেলের বিভিন্ন অংশে পলি জমে ভরাট হয়েছে, ডুবোচর জেগেছে। ভাটার সময় সি-ট্রাক চলে কি না, তা পরীক্ষা করা হবে। সে ক্ষেত্রে সমস্যা হলে চ্যানেলের ভরাট অংশ খননের উদ্যোগে নেওয়া হবে।

মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, দ্বীপবাসী দীর্ঘদিন ধরে এ নৌ-রুটে চলাচলে ভোগান্তিতে ছিল। সম্প্রতি এই ভোগান্তি লাঘবে প্রশাসন ও পেশাজীবীরা উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে আজ একই দিন মহেশখালী ঘাটে পন্টুন ও যাত্রী পরিবহনে সি-ট্রাক চালু করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত