Ajker Patrika

চট্টগ্রামে কয়লাবিদ্যুৎকেন্দ্রের পাইপ লাইনে লিকেজ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 
এস এস পাওয়ার প্ল্যান্টের পাইপ লাইনের লিকেজ থেকে কালো ধোঁয়া। ছবি: সংগৃহীত
এস এস পাওয়ার প্ল্যান্টের পাইপ লাইনের লিকেজ থেকে কালো ধোঁয়া। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় এস এস পাওয়ার প্ল্যান্টের পাইপ লাইনের লিকেজ থেকে কালো ধোঁয়া বের হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গতকাল সোমবার (১০ মার্চ) রাত থেকে পাইপ লিকেজ হাওয়ার ১ মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়।

এস এস পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষ জানায়, গতকাল বিকেল ৪টা ২৭ মিনিটের দিকে ফ্লাই অ্যাশ সরবরাহ করার সময় অ্যাশ সাইলোর একটি পরিদর্শন দরজা খুলে যাওয়ায় কিছু অ্যাশ বাইরে নির্গমন হয়। যা কোনো ধোঁয়া বা বিষাক্ত কিছু নয়। পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষ দ্রুত অ্যাশ নির্গমন বন্ধ করে। যাহা ৫-১০ মিনিটের মতো স্থায়ী ছিল। ১০ মিনিট পরে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আগের অবস্থায় ফিরে আসে। এর পর থেকে বিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম চালু হয়। ১ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের বিষয়টি তাদের দৃষ্টিগোচর হলে মূল বিষয়টি গণমাধ্যমকর্মীকে জানায় পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষ।

পরিবেশকর্মী ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী জানান, ‘আমি শুরু থেকে কয়লাবিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে ছিলাম। যেহেতু এটি নির্মাণের পর উৎপাদনে রয়েছে এবং দেশের জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। তাই আমরা চাই, যত দ্রুত সম্ভব ফ্লাই অ্যাশ ও কার্বন নির্গমন শূন্যের কোঠায় নামিয়ে উৎপাদন চালু রাখা। যেন জনগণ ও পরিবেশ-প্রতিবেশের ক্ষতি না হয়। কোনো ধরনের রিপিয়ারিং ও মেরামতের দুর্বলতার কারণে যেন আর কোনো বড় ধরনের পরিবেশ-প্রতিবেশের ক্ষতি না হয়, সে দিকে বেশি নজর দিতে হবে।’

এ বিষয়ে এস এস পাওয়ার লিমিটেডের চিফ কো-অর্ডিনেটর ফয়জুর রহমান বলেন, ১০ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে ফ্লাই অ্যাশ সরবরাহ করার সময় অ্যাশ সাইলোর একটি পরিদর্শন দরজা খুলে যাওয়ায় কিছু অ্যাশ বাইরে নির্গত হয়। যা কোনো প্রকারের ধোঁয়া বা বিষাক্ত কিছু নয়। কর্তৃপক্ষ ১০ মিনিটের মধ্যে অ্যাশ নির্গমন বন্ধ করে। এর পর থেকে বিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত