Ajker Patrika

চকরিয়ায় ডাম্পার ও সিএনজি এর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতিনিধি
চকরিয়ায় ডাম্পার ও সিএনজি এর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চকরিয়া: কক্সবাজার চকরিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশায় ও মাটি ভর্তি ডাম্পার গাড়ির (মিনিট্রাক) মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১টায় উপজেলার চকরিয়া-বদরখালী সড়কের পশ্চিম বড় ভেওলার দরবেশকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাফেজ আবদুল কুদ্দুছ (৩৫) ও নিলু দে (৫০)। কুদ্দুছ মহেশখালী উপজেলার শাপলাপুরের জেএএমঘাট এলাকার আবুল কালামের ছেলে। অপরজন একই ইউনিয়নের পুঁটিবিলা গ্রামের বাবুল চন্দ্র দে এর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশার যাত্রী মঞ্জু শ্রী দে বলেন, ‘সকালে আমি ও নিলু মিলে চকরিয়া শহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় উঠি। চকরিয়া-বদরখালী সড়কের দরবেশকাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ডাম্পার গাড়ি আমাদের বহন করা সিএনজিকে ধাক্কা দেয়। এতে দুই যাত্রী ঘটনাস্থলে মারা যায়। এ সময় অটোরিকশার চালক ও অপর যাত্রীরা সামান্য আহত হয়।’

নিহত নিলুর ছোট ভাই শ্যামল দে বলেন, ‘আমার বোন চট্টগ্রাম শহরে গার্মেন্টসে চাকরি করত। তাঁর স্বামী-সন্তান কেউ নেই। লকডাউন শুরু হওয়ার আগে বাড়িতে ফিরছিলেন তিনি।’

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল কবির জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত