Ajker Patrika

চিড়িয়াখানায় হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ

রাঙামাটি প্রতিনিধি 
আজ রোববার স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ছবি: আজকের পত্রিকা
আজ রোববার স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটি মিনি চিড়িয়াখানায় আবাসিক স্কুল অ্যান্ড কলেজ করতে যাচ্ছে রাঙামাটি জেলা পরিষদ। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে দরিদ্র জনগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে বলে জানায় কর্তৃপক্ষ।

আজ রোববার সকালে এই স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

জানা গেছে, ৩ কোটি টাকা ব্যয়ে এই আবাসিক প্রতিষ্ঠান হবে। এটি পরিচালনা করবে জেলা পরিষদ। এর আগে ২০০০ সালে রাঙামাটি শহরের রাঙাপানি সুখীনীলগঞ্জে নির্মাণ করা হয় বোটানিক্যাল গার্ডেন ও মিনি চিড়িয়াখানা। প্রাণীদের চিকিৎসায় দক্ষ জনবল না থাকায় শুরু থেকেই প্রাণীগুলো মারা যাচ্ছিল। সম্প্রতি জেলা পরিষদ প্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করে।

ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে গুণগত শিক্ষা অত্যন্ত দরকার। এখানে স্বনামধন্য বিদ্যালয় নাই। এ বিদ্যালয় স্থাপনের মাধ্যমে সে সংকট দূর করা হবে।’

এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘এই প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্গম এলাকার মেধাবী শিক্ষার্থীরা আবাসিক সুবিধা গ্রহণ করে শিক্ষা অর্জনের সুযোগ পাবে।’

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, পুলিশ সুপার ফরহাদ হোসেন, রাঙামাটি সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরীসহ জেলা পরিষদের সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত